দীর্ঘদিন পরে সবাই একত্রে
1 comment
এইতো মাস কয়েক আগের ঘটনা, তখন এলাকার স্থানীয় তরুণ ছেলেদের সমন্বয়ে কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ খুলেছিলাম। মূলত শহরে যে সকল ছেলেরা ভিডিও কনটেন্ট বানাতো তাদের সঙ্গে টুকটাক আলাপচারিতার জন্যই, ওই সময় ঐ উদ্যোগটা নেওয়া হয়েছিল।
সময়ের পরিবর্তনে গ্রুপটা এখনো ভালোই এগিয়ে গিয়েছে, সদস্য সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি। তারপরে তো আবার গ্রামে চলে আসলাম, মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় টুকটাক কথা হচ্ছিল সকলের সঙ্গেই।
তবে বাস্তবে কারো সঙ্গে আর দেখা হচ্ছিল না, অবশেষে মাস তিনেক পরে গতকাল গিয়েছিলাম সেই জায়গাটাতে যেখানে গিয়ে প্রথম গ্রুপ খোলার পরিকল্পনা হয়েছিল। প্রত্যেকটা ছেলেই কোন না কোন কাজের সঙ্গে যুক্ত কিংবা তাদের পরিবারের সদস্যরাও। তবে মজার ব্যাপার হচ্ছে, সবাই সব কাজে যুক্ত থাকার পরেও, অবসরে আবার সবাই মিলে ভিডিও তৈরি করে।
আমাদের কনটেন্ট ক্রিয়েটের গ্রুপের যাত্রাটা ঠিক এভাবেই শুরু হয়েছিল, পরবর্তীতে তা বিস্তার লাভ করে এবং সেখানে সকল শ্রেণী পেশার লোকজন যুক্ত হয়ে যায়। সমসাময়িক সময়ে ভিডিও কনটেন্ট বানানো সকলের এক ধরনের নেশা , তাই সেই দিকটা প্রাধান্য দিয়েই মূলত আমাদের এগিয়ে চলা।
ভিডিও লিংক
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সেদিন গিয়েছিলাম ওদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পুরোপুরি মনিটাইজ হয়েছে এজন্য। সবাই মিলে দীর্ঘদিন পরে একত্রিত হয়ে, বেশ দারুণ সময় অতিবাহিত করেছি। যদিও স্বল্প সময় ছিলাম, তারপরেও বেশ প্রশান্তি পেয়েছিলাম।
আসলে মানুষ চাইলেই সবকিছু করতে পারে, যদি সঠিক চেষ্টা থাকে। এ যাত্রায় ওরা সফল হয়েছে দেখে আমার নিজের কাছেই বেশ ভালো লাগছিল। সত্যি বলতে গেলে কি, মানুষের সফলতা দেখলে মোটেও হিংসা হয় না বরং আনন্দ কাজ করে নিজের মাঝে।
আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Comments