অবশেষে নানু ভাই হলাম

shuvo35 -

ঘটনাটি কিছুদিন আগের, তবে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে একটু দেরিই হয়ে গেল। এখন থেকে সপ্তাহ দুই আগে কোন এক বিকেল বেলায় হীরার মুঠো ফোনে অজানা নাম্বার থেকে বারবার ফোন আসছিল।

যদিও শুরুর দিকে অজানা নাম্বার দেখে হীরা ফোন রিসিভ করেনি। তবে একটা সময়ের পরে গিয়ে, ও ফোন রিসিভ করতে বাধ্য হয়েছে। ফোন রিসিভ করা মাত্রই, ফোনের অপর প্রান্ত থেকে হীরার বড় চাচার মেয়ে একপ্রকার রেগেই গিয়েছিল হীরার উপরে। বারবার বলছিল আমার ফোনে টাকা ছিল না, তাই বাধ্য হয়ে ক্লিনিকের নাম্বার থেকে তোকে ফোন দিয়েছি, তুই কেন ফোন ধরছিলি না।

এরপর হীরা তার বোন কে কিছুটা মানসিকভাবে আশ্বস্ত করে, জিজ্ঞেস করল তুমি কেনো ক্লিনিকে এসেছো। অতঃপর বিস্তারিত ঘটনা জানা গেল। মূলত হীরার বড় বোনের মেয়ে অন্তঃসত্ত্বা ছিল বহুদিন আগে থেকেই, সেই হিসাব অনুযায়ী ডেলিভারির সময় একদম সন্নিকটে এসেছে। তাই তারা ক্লিনিকে অবস্থান করছে, এজন্যই মূলত বিষয়টা হীরা কে জানানোর জন্যই তার বোন বারবার ফোন দিচ্ছিল।

অতঃপর খবরটা যখন আমি শুনলাম, তখন নিজের থেকেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম ক্লিনিকের দিকে। এই সময়টাতে আসলেই নিজেদের পরিচিত লোক পাশে থাকা খুবই দরকার। যেহেতু তারা গ্রাম থেকে এসেছে, তাই তারা এই সময়ে আমাদের কে পাশে চাচ্ছে।

অতঃপর তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী, চলে গেলাম সেই ক্লিনিকে। এ শহরে দিন দিন প্রচুর পরিমাণে ক্লিনিক অলিতে গলিতে গড়ে উঠেছে। আমি যে সময় প্র্যাকটিস করতাম, তখন এত ক্লিনিক ছিল না। খুব বেশি প্রয়োজন না পড়লে, নিজের বিগত সময়ের পেশার পরিচয় সব জায়গায় দিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না । এবারও দিতে হয়নি, কেননা যে ডাক্তাররা অপারেশনের জন্য নিযুক্ত ছিল, তারা আমার পূর্ব পরিচিত। তাদের সঙ্গেও একপ্রকার খোশগল্প হয়েই গেল দীর্ঘ বহুদিন পরে।

সিজার করতে এখন আর খুব বেশি সময় লাগে না। তাছাড়া যে দুজন ডাক্তার অপারেশন করেছে, তারা বেশ অভিজ্ঞ। যাইহোক, খানিক বাদেই নতুন অতিথির কান্নার আওয়াজ কানে আসলো। বাচ্চা ও বাচ্চার মা দুজনই ঠিকঠাক আছে। এরপর শুরু হলো মিষ্টিমুখ করার পর্ব।

আমরা কেবিনেই ছিলাম, নতুন অতিথিকে দেখার জন্য সবার ভিতরে আনন্দ কাজ করছিল। কি দারুন হয়েছে আমার নাতি, ওকে আমি একটু কোলে তুলে নেওয়ার চেষ্টা করেছিলাম।

দিন যায় বয়স বাড়ে, সঙ্গে সৃষ্টি হয় নতুন নতুন সম্পর্ক। অল্প বয়সে আমি নানু ভাই হয়েই গেলাম। ও বেড়ে উঠুক, এই সুন্দর পৃথিবীতে। বাধাহীন হোক ওর বেড়ে ওঠা, এই প্রত্যাশা ব্যক্ত করছি, নিজের অবস্থান থেকে।

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht



JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||

VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy