😶 " নিজেকে আড়ালে রাখা "

shimulakter -

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

নিজেকে আড়ালে রাখাঃ


কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগনিয়ে।আমার আজকের ব্লগটি জেনারেল রাইটিং।আজ আমি নিজেকে নিয়ে কিছু অনুভূতি শেয়ার করবো ভাবলাম।তাই আপনাদের মাঝে মনের কিছু অনুভূতি আজ শেয়ার করে নিব।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।মানুষ হয়ে আমরা যারা জন্মগ্রহন করেছি তারা সবাই ভিন্ন ভিন্ন মতের ও ভিন্ন ভিন্ন স্বভাবের।একজন মানুষের সাথে অন্য একজন মানুষের যেনো কোনভানেই মিল নেই।

যেহেতু একজন মানুষের সাথে অন্য একজন মানুষের মিল নেই তাই আলাদা স্বভাবের মানুষ যেহেতু সেহেতু আলাদা আলাদা পছন্দ সবার।কোন একজন মানুষ হয়তো খোলামেলা ভাবে কোন কাজ করতে পছন্দ করেন।ঠিক তেমনি অন্য কেউ হয়তো আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন।আমিও ঠিক এই স্বভাবেরই একজন মানুষ। নিজেকে আড়াল করে ই কাজ করতে পছন্দ করি।কাজ সেটা যেমনই হোক না কেন।

আমাদের মধ্যে অনেকেই আছেন যেকোনো কাজ খুব ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে করতে ভালোবাসেন।আমি কিন্তু তেমন নই।আমি কাজ করি নিরবে নিভৃতে।কাজ করবো এতো লোক জানানোর কি আছে।কাজটা যখন সাকসেস হয়ে যাবে তখন তো মানুষ এমনিতেই দেখতে পাবে।তার জন্য এতো ঢাক,ঢোল পিটিয়ে জানানোর কি আছে।আমি আসলে এটাতে বিশ্বাসী।

যেকোনো কাজ করে যাব নিরবে।নিজেকে আড়ালে রেখে কাজ করে যখন সফল হই।আসলে তখন কিন্তু ভিষন ভালো ও লাগে।আর আমি যদি আগে থেকেই সবাইকে জানিয়ে কোন কাজ করি।আর দেখা গেলো কাজটিতে আমি সাকসেস হতে পারলাম না তাতে যেমন খারাপ লাগা থাকে।তেমনি থাকে সেসব মানুষের কথার জালা।তাই আড়ালে থেকে কাজ করে যাওয়াই আমার স্বভাবের মধ্যে আছে।এটা হয়তো অনেকের কাছে পজিটিভ নাও লাগতে পারে।কিন্তু আমার কাছে এটাই পারফেক্ট বলে মনে হয়।তাই সব কাজ নিরবে নিভৃতে আড়ালে থেকেই করে চলেছি।যাব ও করে।আশাকরি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরতে পেরেছি।

আজ মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।