New to Nutbox?

আমার স্বরচিত অনুভূতির কবিতা - ❤️❤️ "$puss কয়েনের জয়ধ্বনি "

14 comments

shimulakter
73
2 months agoSteemit3 min read
আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ তাই চমৎকার একটি কবিতা লিখে হাজির হয়ে গেলাম।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

আমার স্বরচিত অনুভূতির কবিতা-"$puss কয়েনের জয়ধ্বনিঃ"


PUSS_-_3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে ও আমি আমার নতুন একটি কবিতা নিয়ে হাজির হলাম।আমার লেখা অনুভূতির কবিতা আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে কবিতা লেখার।প্রেমের কবিতার চাইতে বিরহের কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।আজকের কবিতাটি সম্পুর্ন আলাদা।অনুভূতির কবিতা লিখলাম আজ।আমাদের সকলের প্রিয় @rme দাদা আমাদের নিজস্ব কয়েন $puss কয়েন নিয়ে এসেছেন।এই কয়েনকে নিয়ে এতো এতো উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছিল যে,তা সবার মাঝে নতুন পথের সূচনা করেছে।

এই কয়েনকে নিয়ে শত স্বপ্ন,আশা আমাদের চোখের মাঝে বিরাজ করছে।এই কয়েনকে নিয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই।আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের জন্য নিজস্ব কয়েন এনেছেন এজন্য আমরা সবাই ভীষণ আনন্দিত।আমরা সবাই এই কয়েনকে নিজেদের একাউন্টে হোল্ড করে রাখবো ভবিষ্যতের কথা ভেবে।যে বা যারা এখনো এই কয়েন নিজের একাউন্টে হোল্ড করেননি তারা আজই করে নিন।ভালোবাসার এক কয়েন আমাদের ই $puss কয়েন।

আমার আজকের অনুভূতির কবিতার নাম "$puss কয়েনের জয়ধ্বনি।"আমার আজকের কবিতাটি পুশ কয়েন কে ঘিরেই।এই কয়েন একদিন সেরাদের ও সেরা হয়ে আমাদের মাঝে ধরা দেবে।তাই আর দেরী নয়।আসুন,আমরা সবাই এই কয়েনকে নিয়ে এগিয়ে যাই। কবিতাটি পড়ে আসি --

কবিতা - "$puss কয়েনের জয়ধ্বনি "

লেখা - শিমুল আক্তার


দিকে দিকে একি শুনি
$puss কয়েনের জয়ধ্বনি
জয় জয় রব উঠেছে আজ
জয়ের মালা পরবো বলে।

নিজস্ব কয়েন $puss কয়েন
এলো নতুন স্বপ্ন নিয়ে
প্রিয় দাদার স্বপ্ন এবার
বাস্তবতায় রুপ নেবে।

আমরা সবাই পাশে আছি
$puss কয়েনের পাশেই রবো
এগিয়ে যাব তার ই সাথে
প্রিয় দাদা আছেন বলে।

নতুন একটি কয়েন পেলাম
পাশাপাশি ভালোবেসে
কয়েনকে নিয়ে নতুন নতুন
স্বপ্ন সাজাবো মনের মাঝে।

দুর্বার গতিতে এগিয়ে যাওয়া
$puss পেয়েছে সফলতা
মঙ্গল আলো জ্বালিয়ে রেখেছি
স্বপ্ন পূরণ করবো মোরা।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের এই $puss কয়েন কে নিয়ে কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন।আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9WPzaHmS2o3vF1fKnYz1sEXR1ZdyNiw3aqyWnzRFenBKXrexVEKsGtVqUACgKPCjLB6hezhsTAv5x2cXJBesqaU8GJA.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Comments

Sort byBest