মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,আমার বাংলা ব্লগএর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।তবে আজকের ডাই পোস্টটির মধ্যে কিছুটা পার্থক্য আছে।কারন আমার আজকের ডাই পোস্টটি মূলত মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমি একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে নিয়েছিলাম।এই শুভেচ্ছা কার্ডটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো।
বন্ধুরা,আজ মহান বিজয় দিবস উপলক্ষে রঙিন কাগজ দিয়ে একটি শুভেচ্ছা কার্ড তেরি করে নিয়েছি।আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এদেশ স্বাধীন হয়েছে।স্বাধীনতা আনার জন্য লাখ লাখ প্রান বিসর্জন দিতে হয়েছিল এদেশের মানুষকে।সেই সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।তাঁদের এই আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশে আজ মুক্ত বাতাস প্রান ভরে নিঃশ্বাস নিতে পারছি।তাই আজ বিজয় দিবসে বিজয় মিছিলে শামিল হয়ে আনন্দ উল্লাস করতে পারছি।এই বিজয় দিবসে আজ শুভেচ্ছা কার্ড তৈরি করে নিলাম।আসুন আগে দেখি এই কার্ডটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --
১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.কলম
৪.সাইন পেন
৫.গ্লু
৬.পুঁথি
৭.জরি ট্যাব
প্রথমে আমি কাগজ নিয়ে দুই ভাজ করে নিলাম।
এবার আমি লাল এক টুকরো কাগজ কেটে মাঝ বরাবর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। এরপর কাগজের দুই পাশে জরির ট্যাব লাগিয়ে নিলাম।
এবার আমি লাল কাগজকে চার টুকরো করে নিলাম।এরপর এগুলোকে চার ভাজ করে নিলাম।
এবার আমি গোল শেপ করে কেটে ফুল তৈরি করে নিলাম।এরপর একটির উপর আর একটি গ্লু দিয়ে বসিয়ে দিলাম।
এবার মাঝে পুঁথি গ্লু দিয়ে আটকে দিলাম।
এবার সবুজ কাগজ ভাজ করে নিয়ে কলম দিয়ে পাতা এঁকে নিলাম। এরপর পাতা কেটে নিলাম।
এবার আমি এক এক করে গ্লু দিয়ে সব লাগিয়ে নিলাম। এরপর এক টুকরো কাগজে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা লিখে নিলাম।
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ডটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।