আমার স্বরচিত বিরহের কবিতা - 🖤🖤 " বিষন্ন মন "

shimulakter -

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত কবিতাঃ


কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ নিজের লেখা একটি বিরহের কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি নিয়ে কবিতা শেয়ার কে থাকি।আজ বিরহের কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম।কবিতা লিখতে হলে স্থির মন ও অনুভূতি প্রখর হতে হয়।নয়তো কবিতা লেখা যায় না।আমি সব সময় চেষ্টা করি সহজ - সুন্দর ভাষায় কবিতা লেখার।আজ ও কিন্তু এর ব্যতিক্রম হয়নি।আমার কবিতা পড়ে আপনারা এতো চমৎকার চমৎকার কমেন্ট করেন, যা আমাকে আমার কবিতা লেখার প্রতি উৎসাহ জাগিয়ে তোলে প্রতিনিয়ত। আমি মনে করি কবিতা লেখা সহজ কাজ নয়।একরি কবিতা লেখার জন্য বেশকিছু বৈশিষ্ট্য থাকা জরুরী।কখনও কবিতা লিখব ভাবিনি।অনুকবিতা পড়ে পড়ে আজকের এই কবিতা লেখা।

আজকে আমি একটি বিরহের কবিতা লিখে শেয়ার করলাম।আমার আজকের কবিতার নাম "বিষন্ন মন "।মনটা সত্যি ই ভীষণ বিষন্ন।কোনকিছুতেই মনে স্বস্তি মিলে না।সারাদিন নানা রকমের কাজে নিজেকে ব্যস্ত রাখলেও দিনের কোন এক সময়ে একান্তে বাবার কথা ভীষণ মনে পরে।ফেলে আসা চারটি মাসের স্মৃতি কিছুতেই ভুলতে পারি না।কে ভেবেছিলো,বাবা এতো অল্প সময়ে চলে যাবেন।বাইরে যখন বের হই তখন অনেক বাবাদের মুখে আমার বাবার মুখটি আমি দেখার চেষ্টা করি।কিন্তু না,বাবার মুখটি আমি কারো মাঝেই খুঁজে পাই না।বুকটা তখন মুচড়ে উঠে। তখন মনকে বোঝাই বাবা তো হারিয়ে গেছে।যারা হারিয়ে যায়,তারা আর ফিরে আসে না।বাবার জন্য তখন দুচোখের জল ঝরে পরে।দোয়া করি বাবার জন্য।বাবা ছেলেবেলায় যেমন ভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলো,ঠিক তেমনি ভাবে এটা চাই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমার বাবা ও পরপারে তেমনটা ভালো থাকুক।

আমার আজকের এই বিরহের কবিতাটি মূলত এমন কিছু অনুভূতি নিয়েই লেখা।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন,কবিতাটি পড়ে আসি--

কবিতার নাম - " বিষন্ন মন "


লেখা-শিমুল আক্তার



বিষন্নতা ছুঁয়েছে আমায়
বসে আছি আমি একা
অশান্ত মন শান্ত এখন
বিরহের সুর বাজে মনে।

বাবা নামের ছায়াটি আজ
মাথার উপর নেই তো আমার
অসহায় হয়ে পরেছি আমি
নেই ভালো নেই মন যে আমার।

পথে ঘুরে বেড়াই যখন
কতো শত মুখ দেখি আমি
বাবার সেই মায়া ভরা মুখ
দেখা হয় না আমার চোখে।

কতোই না ভালোবেসেছিলে তুমি
তুমি ছাড়া আজ শূন্য লাগে
এতিম হয়ে মুখটি তোমার
খুঁজে ফিরি পথের মাঝে।

ভালো থেকো বাবা তুমি
এটাই আজ দোয়া করি
রেখেছিলে যেমন মোদের
ছেলেবেলায় যত্নে ভরি।

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।