মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
বন্ধুরা,আজ এলাম ভ্রমন পোস্ট নিয়ে।শীতের আমেজ তেমন না পরলে ও শীতের দিন চলে এসেছে।তাই কিছু কেনাকাটা তো করতেই হয়।আর এজন্য নিউ মার্কেটে যেতে হয়েছিল।ছেলের এক্সাম ছিল তাই সময় হয়নি কেনাকাটা করার।এক্সাম শেষ হলে সেদিন শীতের কাপড় দেখতে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে এসেছিলাম।তাই আজ শেয়ার করতে চলে এলাম।নিউ মার্কেটে এতো পরিমান ভীড় ছিল তা যদি দেখাতে পারতাম তবে আপনারা বুঝতে পারতেন কি একটা অবস্থা। এতোটাই ভীড় ছিল যে সেই ভীড়ে আমি ছবি তোলার মতো কোন অবস্থা ই করতে পারিনি।কিন্তু আমার এতো ভীড় দেখে একটা কথাই মনে হয়েছে।শীত তো তেমন একটা ঢাকাতে পরেনি তবে মানুষ এতো উপচে ভরা ভীড় কেন করছে।
এতো পরিমান ভীড় ছিল যে,আমি মার্কেটে গিয়ে অন্য কোন শপে যাওয়ার সাহস ই করিনি।আমি সরাসরি শীতের কাপড় কেনার জন্য শীতের কাপড়ের দোকানে চলে গেলাম।সেই দোকান পর্যন্ত যেতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে।যাই হোক এই দোকানে গিয়ে আমি আমার জন্য,ছেলের জন্য শীতের কাপড় দেখতে লাগলাম।শীত যেহেতু কম তাই বেশী কিছু নেব না এমনটা ই ভেবে নিয়ে হাল্কা কিছু কাপড় দেখানোর জন্য দোকানদারকে বলেছিলাম।তিনি নান রকমের বাচ্চাদের জ্যাকেট,হুডি আমাকে দেখিয়েছিল।ছেলে শুধু হুডি আর জিন্সের প্যান্ট নিয়েছিল।আর ট্রাউজার নিয়েছিল।আমি ও সোয়েটার নিয়েছিলাম।
নিউ মার্কেটের উপচে পরা ভীড় দেখে আমি কেনাকাটা করার ইচ্ছেটা পরোপুরি হারিয়ে ফেলেছিলাম।তারপরেও প্রয়োজন বলে কথা।তাই গরম কাপড় এক এক করে অনেক ধরনের ডিজাইন দেখে নিয়ে নিজের জন্য ও ছেলের জন্য নিয়ে নিলাম।কেনাকাটার পর ছেলেকে যে কিছু খাওয়াব তা এই ভীড়ের জন্য পারিনি।তাই এলাকার মধ্যের দোকান থেকে ই ওর পছন্দের কিছু খাবার ওকে নিয়ে দিলাম।
নিউ মার্কেটে এতো ভীড়ের কারনে ইচ্ছে থাকলেও আর কোন দোকানে ঘুরে ঘুরে দেখা হলোনা।প্রয়োজনীয় কেনাকাটা করে ই বাসায় চলে এলাম।তবে আরো কিছু কেনাকাটা আমার করতে হবে।সেটা না হয় অন্য কোথাও গিয়ে কিনতে হবে।আশাকরি আমার শেয়ার করা অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আজ আর নয়।এখানেই শেষ করছি।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
শ্রেনী | ভ্রমন |
---|---|
ক্যামেরা | samsung A 20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | নিউ মার্কেট,ঢাকা |
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।