💜💙 āĻ…āĻ¨ā§āĻ­ā§‚āĻ¤āĻŋāĻ° āĻ•āĻŦāĻŋāĻ¤āĻž || āĻ¸ā§āĻŦāĻ°āĻšāĻŋāĻ¤ āĻāĻ•āĻ—ā§āĻšā§āĻ› āĻ…āĻ¨ā§āĻ•āĻŦāĻŋāĻ¤āĻž || āĻ†āĻŽāĻžāĻ° āĻŦāĻžāĻ‚āĻ˛āĻž āĻŦā§āĻ˛āĻ—

shimulakter -

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনু কবিতা শেয়ার করার চেষ্টা করছি।

সোর্স

সত্যি কথা বলতে কবিতা বলেন আর অনুকবিতাই বলেন ইচ্ছে হলেই কিন্তু লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার আছে।আমি আবার ছন্দ ছাড়া কবিতা একদমই লিখতে পারিনা। কবিতায় ছন্দ না হলে কেমন যেনো মনে হয়।আর সব সময় আমি চেষ্টা করি সহজ সাবলীল ভাষায় কবিতা লেখার।কঠিন কোন ভাষা লেখার মাঝে আমার একদম ই আসে না।আজকের অনুকবিতা গুলো ও ঠিক সহজ ভাবেই লিখেছি।

বেশ কিছুদিন থেকেই দেখছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনু কবিতা লিখে শেয়ার করছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় @rme দাদাকে ও প্রতিনিয়ত দেখছি বেশ কিছুদিন আগে থেকেই অনু কবিতা শেয়ার করে আসছেন।দাদার লেখা অনুকবিতাগুলো সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আমি খুবই অনুপ্রাণিত হই।

আর তাই আজ এক গুচ্ছ অনুকবিতা এই কমিউনিটিতে আমি শেয়ার করতে চলে এলাম।আর আপনাদের অনেকের অনুপ্রেরণা পাই।যা কিনা আমাকে আজ আবার অনুকবিতা শেয়ার করার উৎসাহ জুগিয়েছে। তাইতো আজ নতুন অনুকবিতা নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে আমার লেখা অনুকবিতাগুলো ভালো লাগবে।আশাকরি আমার লেখা অনুকবিতাগুলো পড়ে আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন।আপনাদের অনুপ্রেরণায় বড় কোন কবি হতে না পারলেও সুন্দর সুন্দর কবিতা আরো লিখে শেয়ার করার অনুপ্রেরণা পাবো।

আমার আজকের অনুকবিতা গুলো ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা।জীবনে সংগ্রাম করে পথ চলা,কষ্টের দিনগুলো একাকী কাটানো,ভালোবাসার মানুষটির জন্য মিষ্টি অপেক্ষায় বসে থাকা এমন কিছু অনুভূতি নিয়ে আজ অনুকবিতা গুলো লিখে শেয়ার করেছি।সত্যি কথা বলতে অনুভূতি না থাকলে আসলে কবিতা লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতি প্রখর থাকা চাই।আমি আজ চেষ্টা করেছি বাকিটা আপনারাই ভালো বলতে পারবেন।আসলে মনের মাঝে ভালোবাসা,আবেগ না থাকলে কোন একটা কবিতার লাইন ও লেখা সম্ভব নয়।চেষ্টা করলাম লেখার আশাকরি আপনাদের কাছে আমার লেখা অনুকবিতা গুলো ভালো লাগবে।তবে চলুন অনুকবিতা গুলো পড়ে আসি--

একগুচ্ছ অনুকবিতাঃ

অনুকবিতা -১


কল্পনাতে আছো যে তুমি
তুমি আছো হৃদয় জুড়ে
ভালোবাসার ভেলায় ভেসে
দুজন যাবো অজানাতে।

দূর অজানায় হারিয়ে যেতে
নেই বাঁধা নেই দুজনাতে
দুজন হবো শুধু দুজনার
হাতে রেখে হাত থাকবো পাশে।

অনুকবিতা -২



আকাশে অনেক মেঘ জমেছে
এখনই বুঝি নামবে বৃষ্টি
আঁধার কালো আকাশ যেমন
অমানিশা নেমেছে মনের কোনে।

ভাবনারা আজ নিয়েছে ছুটি
মন ভিজেছে কালো আঁধারে
আশেপাশে নেই তো কেউ
আপন মানুষ হয়ে কাছে।

অনুকবিতা -৩



কষ্টের রাত হয় না যে ভোর
আর কতো রাত আছে যে বাকি
দিনের আলো জ্বলবে জানি
কষ্টের রাত হবে যে ভোর।

তিমির রাত্রি কেটে গেলে
শুভদিন জানি আসবে আবার
কষ্টের দিনে থাকবে যে পাশে
প্রিয়জন সে জানবে এবার।

অনুকবিতা -৪


তুমি আসবে বলে বসন্ত আজ
এসেছে আমার দ্বারে
ফুল দিয়ে বিছিয়ে রেখেছি
তোমার পথ পানে।

গোলাপ রেখেছি গন্ধ বিলাবে
মুগ্ধ হবে তুমি
রজনীগন্ধার সুবাস পেয়ে
ভালোবাসা হবে জানি।

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।