STYLE ME WITH (Formal dress shirt and pants).

sheikhtuhin -
বিসমিল্লাহির রাহমানির রাহিম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন?আলহামদুলিল্লাহ!আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও ভালো আছি।

Cover photo edit by inshot

আজকে আমি incredible India কমিউনিটিতে সেপ্টেম্বর মাসে চলমান দুইটি contest এর একটিতে অংশগ্রহণ করতে চলেছি। আজকের কনটেস্টে জয়েন হওয়ার বিষয়বস্তু “STYLE ME WITH (insert your favourite attire)” আমি আসলে কি স্টাইল পছন্দ করি এবং কেন করি এসব বিষয় নিয়ে আমি সবকিছু লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

We have different definitions of fashion; can we hear yours?

আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে বলতে পারি ফ্যাশন মানে নিজের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করা। ফ্যাশন এবং স্টাইল দুইটি ভিন্ন জিনিস। স্টাইল হল নিজের ব্যক্তিগত পছন্দ, যা সর্বদা ভালো লাগে। অপরদিকে ফ্যাশন হল একটি স্টাইল যা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং চলে।

ফ্যাশান যেকোনো সময় পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু স্টাইল কখনো পরিবর্তন হয়, আবার কখনো পরিবর্তন হয় না কারণ এটা সবার ক্ষেত্রে এক নয়।

What fashion trend or style are you currently obsessed with and why?

সকলেরই কোন না কোন স্টাইল পছন্দ, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়। আমি বেশিরভাগ সময় শার্ট, প্যান্ট পরতে প্রচুর ভালোবাসি। যদিও বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বেশি জনপ্রিয় স্টাইল হল পাঞ্জাবি এবং ট্রাউজার। কিন্তু আমার পাঞ্জাবিতে প্রচুর বিরক্ত লাগে। আমি সুন্দরভাবে প্যান্ট শার্ট পরতে বেশি ভালোবাসি। পুরো পৃথিবী জুড়ে যেখানে ফরমালিটি প্রয়োজন আমিও তার ব্যতিক্রম কিছু নয়।

শার্ট-প্যান্ট এর মধ্যে অনেকের অনেক রং পছন্দ তবে আমার কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতা এবং সবকিছু কালোতেই বেশি ভালো লাগে। শার্ট, প্যান্ট, শু এর পাশাপাশি চোখে একটা ভদ্র চশমা যা ভদ্র সমাজে মাথা উঁচু করে বাঁচতে আমাকে সহায়তা করে।

We all have our preferences; share with us one clothing style or fashion that you wouldn't love to associate with and why. Endeavour to state your dislike about it.

প্রতিটি স্টাইল প্রায় আমার ভালো লাগে। কিন্তু এর মধ্যে এমন কিছু স্টাইল রয়েছে যেগুলো একদম বাজে, বখাটে ছেলেমেয়েরা যেসব স্টাইল ব্যবহার করে। আমার মতে সেই স্টাইলটি হল শার্ট প্যান্ট এবং টি শার্ট । যারা এই ধরনের স্টাইল করে রাস্তায় বের হয়, আমার চোখে তাদেরকে সবচেয়ে বাজে এবং বখাটে লাগে।

এই স্টাইল অপছন্দ হওয়ার পেছনের কারণ হলো, পুরো পৃথিবী জুড়ে যখন ফরমালিটি বজায় রেখে ফরমাল পোশাকে অভ্যস্ত। তখন কিছু সুশীল সমাজের অসভ্য ছেলেপেলে অসভ্য পোশাকে চলছে। এদের পোশাক যেমন ব্যবহারটাও ঠিক ঐরকমই হয়ে থাকে। সব থেকে বড় কথা ইসলাম ধর্ম অনুযায়ী হাঁটুর নিচ থেকে নাভির ওপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। যে স্টাইলে ফরজ মেনে চলেনা, সেটা আমি কখনোই ব্যক্তিগতভাবে পছন্দ করবো না।

If possible, try those fashions you don't like and share them with us.

আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, শর্ট প্যান্ট এবং টি শার্ট পরে ক্যাপ উল্টো করে চোখে সানগ্লাস দিয়ে যেই স্টাইল করা হয় সেটা আমার খুবই অপছন্দ। এই স্টাইল বাদে, সবগুলো স্টাইল আমার খুব ভালোই লাগে। কারণ সবগুলোই জাতিভেদে এক এক রকম হয়ে থাকে। শুধুমাত্র এই স্টাইলটা অপছন্দ হওয়ার প্রধান কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

কারো ধর্মীয় অনুভূতিটা আঘাত করে, এমন কোন ধরনের স্টাইল আমি সমর্থন করব না এবং সেটা নিজেও চেষ্টা করব না।

Share with us that fashion you like and on a nice background; it could be nature or a plain background; it's left for you.

আমি একটা বাজে সব ধরনের স্টাইল পছন্দ করে থাকি। কিন্তু আমি নিজে যেটা এপ্লাই করি সেটা হচ্ছে শার্ট এবং প্যান্ট। সাথে কালো সানগ্লাস কালো কোট হতে পারে। আমার কাছে এটাই সবচেয়ে সেরা স্টাইল। সাদা প্যান্ট, কালো শার্ট এবং কালো চশমা সেই সাথে গলায় টাই।

একদম ফর্মালিটি মেনে formal পোশাক পড়ে পুরো বিশ্ব দরবারে চলাফেরা করা সম্ভব। বিশ্বের মানুষ ভদ্র সভ্য সমাজকে চিনতে ফরমাল ড্রেস দেখলেই বুঝা যায়।

How does your discipline affect your fashion? Does it or does it not?

অবশ্যই আমার ফ্যাশন আমার ডিসিপ্লিন এর সাথে সম্পর্কিত। যখন আমি আমার স্টাইল নিয়ে জনসম্মুখে যাই তখন আমার ব্যবহার থাকে খুবই ভালো এবং মলিন। হাসি মুখ এবং কথা বলার ধরন সবকিছুই আমার ফ্যাশনকে প্রভাবিত করে। অনেকে আমার কথা বলার ধরন দেখে আমার ফ্যাশনে আগ্রহী হয়।

সবকিছু মিলিয়ে আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমার ফ্যাশনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তবে সেটা পজেটিভ।

এই ছবিগুলো আগেও আমি ব্যবহার করেছিলাম।আমার অনেক পুরনো ছবি এগুলো, সময় প্রায় ৭ থেকে ৮ মাস।

আমি এই কনটেস্টে জয়েন হওয়ার জন্য আপনাদের তিনজনকে আহ্বান জানাচ্ছি @nushrat @ramon97 @tarekabdullah

সবাইকে অনেক ধন্যবাদ

DeviceName
Androidoppo A15
CameraPrimary Camera 📸
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sheikhtuhin