Diy|||এসো নিজে করি||| ক্লে দিয়ে পদ্নপাতায় ব্যাঙ তৈরি পদ্ধতি ❤️
22 comments
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো সুন্দর একটি পদ্নপাতায় ব্যাঙ বানানো পদ্ধতি।
ক্লে দিয়ে সবাই সুন্দর সুন্দর ফুল,ওয়ালমেট ইত্যাদি বানিয়ে থাকে।আমার খুব ভালো লাগে সেগুলো দেখতে এবং তা থেকে অনুপ্রেরণা পেয়ে থাকি।আমিও ক্লে দিয়ে বানাতে পছন্দ করি। ক্লে দিয়ে কিছু বানানো সহজ মনে হয় কারণ যদি বানাতে কোন ভুল হয় তাহলে ভেঙ্গে পুনরায় বানানো যায়।
বেশ কিছু দিন থেকে ভাবছিলাম একটি ব্যাঙ বানানো পদ্নপাতায়।
নয় কাল কাল নয় পরসু করতে করতে বানানো হয়নি এতোদিন। আজকে বানাতে বসে পড়েছি।আসলে মনযোগ দিয়ে কিছু করলে খুব একটা সময় লাগে না।
ব্যাঙটি বানানোর পর খুব সুন্দর লাগছে দেখতে।
তো চলুন দেখা যাক ব্যাঙ বানানো পদ্ধতি কেমন ছিলো।
কার্ডবোর্ড |
---|
ক্লে |
জল রং |
প্রথম ধাপ
প্রথমে একটি কার্ডবোর্ড কেটে গোল করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন কার্ডবোর্ড দি সাদা জলরং দিয়ে কালার করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন সবুজ কালারের ক্লে দিয়ে পাতা বানানোর জন্য গোল করে নিয়েছি ।
চতুর্থ ধাপ
এখন ক্লে টুলস্ দিয়ে পাতা যেমন হয় সেরকম করে কেটে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন পাতা টি সাদা রং করা কার্ডবোর্ডে বসিয়েছি ও পাতার শিরা গুলো বানিয়েছি ক্লে টুলস দিয়ে। এখন পুরাপুরি ভাবে পাতা হয়ে গেছে পদ্মফুলের
ষষ্ঠ ধাপ
এখন ব্যাঙ বানানোর জন্য সবুজ কালারের ক্লে দিয়ে বডি বানিয়েছি ব্যাঙের ও পায়ের আঙ্গুল বানিয়েছি।
সপ্তম ধাপ
এখন আমি ব্যাঙের পা বানিয়ে লাগিয়ে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন সবুজ ক্লে, সাদা ক্লে ও কালো ক্লে দিয়ে ব্যাঙের চোখ বানিয়ে নিয়েছি ও লাগিয়ে দিয়েছি ব্যাঙের মাথায়।
নবম ধাপ
এখন একটি পদ্নফুল বানিয়েছি ও বসিয়ে দিয়েছি।
দশম ধাপ
সাদা জল রং করা কার্ডবোর্ড টি নীল জল রং দিয়ে কালার করেছি। নীল রং করার কারণে মনে হচ্ছে নীল জল।
একাদশ ধাপ
এখন একটি ব্যাঙ্গাচি বানিয়ে ব্যাঙের পাশে বসিয়ে দিয়েছি।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের সুন্দর ক্লে দিয়ে তৈরি খুব সুন্দর ব্যাঙ। ব্যাঙটি দেখে মনে হচ্ছে সত্যি কারের একটি ব্যাঙ পদ্নপাতায় বসে আছে।আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ডাই |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
Comments