New to Nutbox?

ধানের গাছ দিয়ে সাপের মাথা তৈরি ❤️

23 comments

shapladatta
66
14 days agoSteemit2 min read

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।

PhotoCollage_1714997847702.jpg

এতোদিন প্রচন্ড গরম ছিলো মনে হতো বৃষ্টি হওয়া দরকার। সারাদেশে বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টির দেখা নেই।বৃষ্টির দেখা নেই তাতে কি আকাশের মন ভালো নেই সে গোমরা মুখে বসে আছে। এদিকে সব ঘরে ঘরে ফসল এসেছে আর তাদের ভোগান্তির শেষ নেই।রোদের জন্য হাহাকার উঠেছে। সৃষ্টি কর্তা কি না পারে এতোদিন কাঠফাটা রোদে অস্তির সবাই বৃষ্টির জন্য হাহাকার। এখন সবাই প্রার্থনা করে একটু রোদ যদি উঠতো।
যাইহোক সৃষ্টিকর্তা সবার মনের আশা পূর্ণ করুক এই প্রত্যাশা করছি।
বাড়ির সামনে ধনের গাছ হাতে দাঁড়িয়ে ছিলো এক মেয়ে ওকে বল্লাম কি করবে ওসব সে বল্লো সাপ বানাবো। আমি বল্লাম আমার কাছে আনো আমাকে বলে দাও কি ভাবে বানাতে হবে।এরপর দুজনে মিলে একটি সাপের মুখ বানানো শুরু করলাম।সে বলে দিলো দেখিয়ে দিলো আমি বানালাম যখন ভুলে যাচ্ছিলাম সে দেখিয়ে দিয়েছিলো বানিয়ে।

IMG_20240428_114531.png

ধানের গাছ

IMG_20240506_145613.jpg

প্রথম ধাপ

প্রথমে ধানের গাছ নিয়েছি।

IMG_20240506_145613.jpg

দ্বিতীয় ধাপ

এখন কয়েকটা ধানের গাছ এভাবে একটার উপরে আর একটা নিয়েছি।

PhotoCollage_1714986887453.jpg

তৃতীয় ধাপ

এখন ধানের গাছ একটার ভীতর আর একটা দিয়ে এপাশ ওপাশের ভীতর দিয়ে নিয়েছি

PhotoCollage_1714987067431.jpg

চতুর্থ ধাপ

এভাবে একটার ভিতরে আর একটি ধানের গাছ দিয়ে দিয়ে সাপের মাথাটি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1714997273527.jpg

পঞ্চম ধাপ

মাথাটি বানানো হয়ে গেছে এবার যে মাথার সাথে লাগানো অবশিষ্ট ধান গাছ গুলো ছিলো তা পেচিয়ে পেচিয়ে সাপের বডি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1714997427233.jpg

শেষ ধাপ

IMG_20240506_181229.jpg

IMG_20240506_181307.jpg
এই ছিলো আমার আজকের আয়োজন ধানের গাছ দিয়ে তৈরি সাপের মাথা বানানো শেখা ও বানানোর পদ্ধতি ।সবুজ কালারের পংখীরাজ সাপের কালার এমনি হয়ে থাকে।
আজকের মতো এখানোই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোম পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240416_180305.jpg

Comments

Sort byBest