ভিন্নজগৎ এ বানানো ফল,ফুল ও মাছের ফটোগ্রাফি ❤️

shapladatta -

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

ভিন্নজগৎ এ খুব সুন্দর সুন্দর মাটির ফল, ফুল বানানোর আছে।সেগুলোর ফটোগ্রাফি ও বর্ণনা দেব এখন।

আম

আম অনেক পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। আমরা শুধু আম গাছে ধরতে দেখি কিন্তুু যদি পার্কে আম বানিয়ে রাখা হয় মানে আমার ভার্স্কয তাহলে মন্দ হয় না।ভিন্নজগৎ এ বিশাল বড়ো আম বানিয়েছেন পর্যটনদের মনো রঞ্জনের জন্য। আমটি এতোই সুন্দর লাগছে দেখতে যে মনে হচ্ছে পাকা আমটি মাত্র গাছ থেকে পড়লো।এতো বড়ো আম কখনো হয়না তাই অরিজিনাল আম মনে করে না কেউ কিন্তুু এই আমটি যদি ছোট হতো তবে সবাই কুড়ানোর জন্য দৌড়ে যেতো কাছে।আমটির কালার এতো চমৎকার হয়েছে যে একদমই পাকা আম মনে হচ্ছে। আমটি কিন্তুু সত্যি অসাধারণ সুন্দর।

কাঁঠাল

কাঁঠাল আমাদের জাতীয় ফল।আর এই জাতীয় ফল থাকবে না তা কি করে হয়।এখানে একটি ফলের ঝুড়ির উপরে চমৎকার সুন্দর করে একটি কাঁঠাল বানিয়ে রেখেছে। দেখে মনে হবে গাছ থেকে তুলে আনা কাঁঠাল এটি।কাঁঠালটি দেখে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস যারাই ভিন্নজগৎ এ আসবে সবার এই ফল বেশ ভালো লাগবে।কাঁঠালের বোটা,বোটার সাথে থাকা পাতা ও কাঁঠালের শরীরের যে কাঁটা সেগুলো দেখতে দারুণ লাগছে।

পাকা কলা

পাকা কলার সৌন্দর্য কেমন তা আমরা সবাই জানি তবে আমার মনে হয় কখনো এতো সুন্দর ভাবে আমরা কলার সুন্দর্য উপভোগ করি না।ভিন্নজগৎ কে ধন্যবাদ এরকম সুন্দর একটি কলার কাদা বানিয়ে রেখেছেন জন্য। আমাদের এলাকায় এই কলাকে কলার কাদা বলে থাকে।কলার কালারটা চমৎকার করেছে।দেখে অরিজিনাল কলার মতোই লাগছে।এই পার্কের দর্শনার্থীদের জন্য চমৎকার আয়েজন করে রেখেছে দেখে বেশ ভালো লেগেছে ব্যাক্তিগত ভাবে আমার।আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

শাপলা ফুল

জাতীয় ফল কাঁঠালের পরে দেখলাম আমাদের জাতীয় ফুল শাপলার দেখা।শাপলা আমাদের জাতীয় ফুল এবং এই ফুলের প্রতি দূর্বলতা সবার। শাপলা বানিয়ে রেখেছে যা সুন্দর্য ছড়িয়েছে ও শুভ্রতা ছড়িয়ে দর্শনার্থীদের মনকে কেড়ে নিতে সক্ষম। আমার মতো ভিন্নজগৎ আসা প্রতিটি মানুষের মন কেড়েছে এই শাপলা নিশ্চিত আমি।শাপলাটি দেখে মনে হচ্ছে জলের বুকে ভেসে আছে।

জাতীয় মাছ

জাতীয় ফল,জাতীয় ফুলের পর এবার দেখলাম জাতীয় মাছ।দারুণ মাছটি।মাছটি দেখে মনে হচ্ছে নীল জলে সাঁতার কাটছে।ইলিশ মাছ খুব সুস্বাদুও সুন্দরী একটি মাছ।ইলিশ মাছ দেখতে এতোটাই সুন্দর যে অন্যকোন মাছ এই মাছের সৌন্দর্যের সাথে পাল্লা দিতে পারবে না।ইলিশ মাছ দেখতে যেমন খেতেও তেমনি সুস্বাদু। এই ইলিশ মাছটি নিখুঁত ভাবে ইট,বালি সিমেন্ট দিয়ে বানিয়ে রেখেছে তা দেখে বোঝার উপায় নেই।


এই ছিলো আমার আজকের ভিন্নজগৎ এ গিয়ে ইট,সিমেন্ট দিয়ে বানানো ফল,ফুল,মাছের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।