আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো দেবরের বিয়ের বরযাত্রী হওয়ার অনুভুতির দ্বিতীয় ও শেষ পর্ব।
বিয়েবাড়িতে পৌছানোর পর বরকে গাড়ি থেকে নামানোর সব নিয়মকানুন সেরে গেটে বরকে আটকিয়ে টাকা আদায় করলেন।এরপর আমরা উপরে চলে গেলাম এবং বউকে দর্শন করলাম প্রথমে।
এরপর মেয়েকে আশির্বাদ পর্ব সম্পূর্ণ করলেন গুরুজনেরা।
খাওয়াদাওয়া শেষ আসার জন্য সবাই তৈরি হয়ে গেলাম এবং এর ফাকে আমি কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম কারণ বিয়েতে ক্লান্ত থাকার কারণে তেমন ফটো তোলা হয়নি।আমি শাড়ি ছেড়ে থ্রিপিস পড়েছিলাম কারণ আসার দিন শাড়ি পড়ে লং জার্জি করাটা বিরক্তিকর মনে হয়েছিলো।
সকালে উঠে বৌভাতের আয়োজন করা হলো এবং বৌভাত হয়ে গেলো।আত্নীয় স্বজন, পাড়াপ্রতিবেশি, নিমন্ত্রিত অতিথি সবাই বৌভাত খেতে আসলেন এবং খেয়ে বৌকে আশির্বাদ করলেন।
আসলে সব কিছুর ফটোগ্রাফি করা সম্ভব হয়ে ওঠেনি। তাই যে টুকু ফটোগ্রাফি করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিলো দেবরের বিয়ে ও বর যাত্রী হওয়া অনুভুতি।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।