আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২২ ডিসেম্বর ২০২৪
1 comment
|
সেজে থাকে বড় যতনে
মানবজমিন হয়েছে পতিত
খুঁজে ফিরি সেই রতনে।
বেলা শুরুতে গান, ঐক্যের তান
বলে যাই গানে গানে
ভালোবাসা হলো জীবনের গান
দাগ শুধু অভিমানে।
শত ফুল আজ যতনে রাখা
উর্বর হৃদ বাগিচায়
মানুষের কথা, ভালোবেসে থাকা
মানুষের শুধু পরিচয়।
|
|-শুভ সকাল 💜🌿|
|
চায়ের কাপে ভাসে কত কথা
বইয়ের পাতায় কত স্বপ্ন বুনা
মনে উঁকি দেয় অনুভূতি অজানা।
চা আর বইয়ে মধুর সঙ্গ
এ যেন এক শান্তিপূর্ণ দিন
প্রথম চুমুক, প্রথম পৃষ্ঠা
মনে বাজে এক সুর অচেনা।
চায়ের তাপে জাগে প্রাণ
শব্দ ছন্দে জাগে চেতনা
এই সময়, মুহূর্ত —
দিনভর রইবে মনে গাথা।
|
|-শুভ সকাল 💜🌿|
Comments