আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১২ ডিসেম্বর ২০২৪
3 comments
|
জমে থাকা মেঘের মতো-
যখন-তখন ঝরে পড়ে
ভিজায় তোমার-আমার বদন।
তোমার-আমার গল্পটা যেন;
সুরের মতো বেজে ওঠে,
তোমার শব্দে, আমার ধ্বনিতে
জীবনকে ছুঁয়ে যায় প্রতিক্ষণে।
তোমার-আমার গল্পটা
শেষ অবধি অটল হোক,
যেখানে স্বপ্ন আর বাস্তবে
হাতে হাত ধরে হাঁটে।
|
|-শুভ রাত্রি 💙💖💛|
|
ইচ্ছা করে না গুছাতে নিজেকে
আমি অপেক্ষায় তোমার
তুমি এসে গুছিয়ে দিবে আদরে।
🌺
অতিরিক্তে বিশ্বাস নেই;
আমি অল্পতেই তুষ্টি
জীবনে তোমার আগমনে
হাসলো আমার হৃদয়ের রুক্ষ ভূমি।
🌹
আমি একটু ঘরকুনো
ঘরের নির্জনতা ভালো লাগে
দিনভর গাঁথি শব্দের মালা
তোমার গলায় পরাবো বলে।
|-শুভ রাত্রি 💙💖💛|
Comments