|
কোথাও জমেছে কালো মেঘ
কোথাও শুধু শান্তির শ্বাস
শুরুতেই মিথ্যার খাতা
পদে পদে শুধুই সৃষ্ট খাদ।
মেনে আর মানিয়ে নেওয়ায়
নোনা ধরা মনেও,
জন্মায় ভালোবাসার সুমিষ্ট মেওয়া।
|
|-শুভ বিকেল 🌺|
|
যেন চাঁদের আলো-রেখা
আঁধারের গভীরে ছড়িয়ে যায়
হাতের মুঠোয় ধরা যায় না
তবুও হৃদয়ে ফুটে এক নির্মল চিত্র।
এ ভালবাসা
একটি বৃক্ষের শিকড়ের মতো
গভীর, দৃঢ়, স্থির
যেখানে প্রতিটি রঙ জড়িত।
|
|-শুভ বিকেল 🌺|