|
ঐ নীল সাগর ডাকছে
নগ্ন ঢেউ ছুটে আসে
আমার পা'দুটো ছুঁয়ে যায়
ভালোবাসার চুম্বনে আপ্লুত করে।
মনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছি
ভালোলাগার গোধূলিতে
ক্ষণেক্ষণে ছুঁয়ে যায়
দুরন্ত বাতাসের ঝাপটা এসে।
|
|-শুভ রাত্রি ✨💙🌷🤎✨|
চোখের মণিতে তুমিই
মায়াবী এক দৃষ্টি,
আমার হৃদয় জুড়ে তুমিই
অসাধারণ ভালোবাসার সৃষ্টি।
আমার কল্প কবিতায় সেই তুমিই
অসাধারণ সব ছন্দ,
ভালোবাসার ঘরে তুমি
ছড়িয়ে পড়া সবটুকু আনন্দ।
|
|-শুভ রাত্রি ✨💙🌷🤎✨|