ফটোগ্রাফি পোস্ট।। গ্যালোরি ফুল এবং গ্যালোরি ফুলের বাগানের ফটোগ্রাফি।
5 comments
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা আজকে একটি ইউনিক বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে ফুল এবং ফুলের গাছ সহ ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর আজকের পোস্ট এর আয়োজনে রয়েছে গ্যালোরি ফুলের ফটোগ্রাফি এবং গ্যালারি ফুল গাছের ফটোগ্রাফি তথা ফুল এবং গাছের একই সাথে ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। গ্যালোরি ফুল ভীষণ পছন্দের একটি ফুল কেননা একটি মাত্র ডাটার মধ্যে প্রায় তিন থেকে চারটি ফুল হয়ে থাকে। বাজারে যার চাহিদা ব্যাপক হারে। তবে হ্যাঁ এই ফুল বেশি দিন স্থায়ী হয় না। সুবাস ও সৌন্দর্য দু দিক থেকেই অতুলনীয়। গাছ প্রায় ১০ সেন্টিমিটার এর মত লম্বা হয়ে থাকে। প্রতি পিসফুল বাজারে বিক্রি হয় প্রায় ২০ থেকে ২৫ টাকা করে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গোলাপ ফুলের পরেই গ্যালোরি ফুলের চাহিদা ব্যাপক পরিমাণ। ফুল হওয়ার পূর্বে যখন গ্যালারি ফুল এর কলি হয়ে থাকে তখন তলোয়ারের মতো লম্বা হয়ে থাকে। একটি ফুলের তোড়ার মধ্যে বেশ দুই থেকে তিন রঙের ফুল লক্ষ্য করা যায়। এই ফুল আমাদের দেশে বেশ কয়েক কালারের হয়ে থাকে। যেমন বেগুনি, হলুদ, বাদামি, সাদা সহ আরো বেশ কয়েক কালারের এই ফুল লক্ষ্য করা যায়। সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ফুল লক্ষ্য করা যায় একদম ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার আজকের করা গ্যালোরি ফুলের বাগান এবং গ্যালোরি ফুল এর ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Comments