আর্ট আমার একটা মনের নেশা। স্টিমিট এ যুক্ত হওয়ার আগে থেকেই আমি আর্ট করতাম কিন্তু মাঝখানের দু'বছর কোন আর্ট এর সাথে যুক্ত থাকতে পারেনি কারণ চাকরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর্ট করার সময় খুঁজেই পাইনি। আর তাছাড়াও আমার আর্ট গুলির কোন প্রায়োরিটি পাইনি কোথাও। কিন্তু এখন স্টিমিট এ যুক্ত হতে পেরে আমি নিজে অনেক গর্বিত। আর বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটিতে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। বর্তমান চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বাসায় বর্তমান বেকার রয়েছি তাই প্রতিদিন একটি করে পেন্সিল আর্ট করবই। আর সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। চেষ্টা করব সর্বদা ইউনিক আর্ট গুলো করার জন্য। মন খারাপ থাকলে আর্ট করা এটা যেন একটা মনের দারুণ ইচ্ছা শক্তি। আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পেন্সিল আর্ট। আমি সাধারণত পেন্সিল আর্ট গুলোতে কালার করি না। কারণ কালার ছাড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনাদের ভালো লাগলে আরো দারুন ভাবে আর্ট করার চেষ্টা করব। চলুন বন্ধুরা আমার আর্ট এর প্রসেস গুলো ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
•একটি সাদা পেপার।
•পেন্সিল, রাবার।
•কয়েকটি রং পেন্সিল।
প্রথমে একটি বৃত্ত একে নিব , বৃত্তটির মাঝখানে আরও একটি ছোট্ট বৃত্ত আঁকবো এবং বৃত্তের চতুর দিক দিয়ে আংশিক কিছু ফুলের পাপড়ি একে নিব।
আগের আঁকা পাপড়ি গুলো থেকে বাহির দিকে আরো বেশ কিছু পাপড়ি একে নিব তারপর ছোট ছোট করে মাথায় পুরো ফুলটায় পাপড়ি একে নিব যা উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন।
এখন ফুলটি হতে নিচের দিকে একটি ডাটা একে নিব আর ডাটার মধ্যে দুটো পাতা আঁকবো। তারপরে পাতাটির মধ্যে ডিজাইন করে দিব। এখন ফুলটির মাঝের কেন্দ্রবিন্দুতে রং পেন্সিল দিয়ে কালার করে নেব।
এখন ফুল হতে নিচের ডাটা এবং পাতার মধ্যে কালার করে দিব তারপরে ফুলের পাপড়ি গুলোতে কালার করা শুরু করব প্রথমে একেবারে বাহিরের দিকের ছোট ছোট পাপড়িগুলোতে কালার করবো।
এভাবেই পুরো ফুলটির মধ্যে কালার করে নিব। সর্বশেষ কাজ হচ্ছে আমার করা আর্ট এর নিচে আমার সিগনেচার দিয়ে দিব তবেই আমার আজকের আর্ট টি সম্পূর্ণ হবে।
বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness