কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব একটি অরিগমি পোস্ট। চলুন শুরু করা যাক ।
পেপার কাটিং ডিজাইনগুলো ভালোলাগার অন্য আরেকটি মাধ্যম। অরিগামি সহ বিভিন্ন ক্রাফট তৈরি করতে ভীষণ পছন্দ করি আমি। কেননা এই জিনিসগুলোকে নিজের মনের মতো করে রূপ দেওয়া যায়। নিজের ইচ্ছামত করে ডিজাইন তৈরি করা যায়। আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর ক্রাফট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করে সেগুলো দেখেই মূলত উৎসাহিত হয়ে আমিও এগুলো তৈরি করি। তবে এগুলো তৈরি করাতে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ অনুভূত হয়। ক্রাফটি ভালোভাবে তৈরি করতে আমি যথেষ্ট চেষ্টা করেছি
এবং সুন্দরভাবে ধাপগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বর্ণনা করেছি। যাইহোক চলুন আজকের আমার তৈরি করা ক্রাফট টি দেখে নেয়া যাক।
•সাদা পেপার।
•কাঁচি, আটা,স্টিক।
•কম্পাস,পেন্সিল।
প্রথমেই পেপারের উপর কম্পাস এবং পেন্সিল দিয়ে একটি বৃত্ত একে নিব। বৃত্তটাকে কেন্দ্র করে চতুর্দিকে গোল করে কাঁচি দিয়ে কেটে নিব।
এখন বৃত্তময় পেপারটিকে উপরে দেখানো ফটোগ্রাফি গুলির মত করে ভাঁজ করে নিব। দেখতে ঠিক যেন ত্রিভুজ আকৃতির দেখাবে।
তারপরে নিচের অংশে পেন্সিল দিয়ে একটু দাগ কেটে দিব এবং সেই দাগ অনুযায়ী কাছে দিয়ে কেটে ফেলবো। উপরে দেখানো ফটোগ্রাফির মত করে।
এখন স্লোলি প্রত্যেকটা ভাজকে ওপেন করব। আর কিছু ভাঁজ উল্টোদিকে হয়ে থাকবে ওগুলোকে সোজা করে দিব।
এখন একটি অংশকে কেটে দিব তারপরে অপর পৃষ্ঠার উপরে আটা লাগিয়ে জয়েন দিবো।
এখন একটি স্টিক নিব আর সেই স্টেকটির মধ্যে পেপার পেচিয়ে দিব। আর পেপার পেছনো স্টিক টি ছাতাটির মাঝখানে আটা দিয়ে আটকিয়ে দিব।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness