ক্রাফট।।একটি ছাতা তৈরি।।

shahid540 -
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা..............

কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব একটি অরিগমি পোস্ট। চলুন শুরু করা যাক ।

🗣️ক্রাফট নিয়ে কিছু কথা🗣️

পেপার কাটিং ডিজাইনগুলো ভালোলাগার অন্য আরেকটি মাধ্যম। অরিগামি সহ বিভিন্ন ক্রাফট তৈরি করতে ভীষণ পছন্দ করি আমি। কেননা এই জিনিসগুলোকে নিজের মনের মতো করে রূপ দেওয়া যায়। নিজের ইচ্ছামত করে ডিজাইন তৈরি করা যায়। আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর ক্রাফট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করে সেগুলো দেখেই মূলত উৎসাহিত হয়ে আমিও এগুলো তৈরি করি। তবে এগুলো তৈরি করাতে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ অনুভূত হয়। ক্রাফটি ভালোভাবে তৈরি করতে আমি যথেষ্ট চেষ্টা করেছি
এবং সুন্দরভাবে ধাপগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে বর্ণনা করেছি। যাইহোক চলুন আজকের আমার তৈরি করা ক্রাফট টি দেখে নেয়া যাক।

🌠ক্রাফট তৈরির উপকরণসমূহ🌠
•সাদা পেপার।
•কাঁচি, আটা,স্টিক।
•কম্পাস,পেন্সিল।

প্রথমেই পেপারের উপর কম্পাস এবং পেন্সিল দিয়ে একটি বৃত্ত একে নিব। বৃত্তটাকে কেন্দ্র করে চতুর্দিকে গোল করে কাঁচি দিয়ে কেটে নিব।

এখন বৃত্তময় পেপারটিকে উপরে দেখানো ফটোগ্রাফি গুলির মত করে ভাঁজ করে নিব। দেখতে ঠিক যেন ত্রিভুজ আকৃতির দেখাবে।

তারপরে নিচের অংশে পেন্সিল দিয়ে একটু দাগ কেটে দিব এবং সেই দাগ অনুযায়ী কাছে দিয়ে কেটে ফেলবো। উপরে দেখানো ফটোগ্রাফির মত করে।

এখন স্লোলি প্রত্যেকটা ভাজকে ওপেন করব। আর কিছু ভাঁজ উল্টোদিকে হয়ে থাকবে ওগুলোকে সোজা করে দিব।

এখন একটি অংশকে কেটে দিব তারপরে অপর পৃষ্ঠার উপরে আটা লাগিয়ে জয়েন দিবো।

এখন একটি স্টিক নিব আর সেই স্টেকটির মধ্যে পেপার পেচিয়ে দিব। আর পেপার পেছনো স্টিক টি ছাতাটির মাঝখানে আটা দিয়ে আটকিয়ে দিব।

🥰ফাইনাল আউটপুট 🥰

🥀The End🔚


আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

আমি মোঃ শাহিদ ইসলাম। আমি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়, (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাকে।

vote@bangla.witness as a witness

or

Set@rme as your proxy