স্বরচিত একগুচ্ছ অন কবিতা।।
13 comments
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
হে মানুষ,
অহংকারে নয় মনুষত্বে হও বলিয়ান
যার তরে করবে তোমায় সবে ভক্তিময় সম্মান।
নিজের ভালো লাগি করনাকো করো ক্ষতি
তব ইহকাল,পরকাল পস্তাবে পাবেনাতো গতি।
সময় থাকতে হও পরোপকারী
যাতে করে দোয়া সবে তোমার লাগি।
আজকালকের নেতারা নামেই সাধুবান
কাজের বেলায় যাদের থাকে ধরাকে ষড়াজ্ঞান।
ওহে মানুষ তুমি যাকে বলো;
অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র!
আদৌ কি তুমি জানো ঐ নেতার জীবন বৈশিষ্ট্য?
ওহে মানব কুল শোনো খানিকক্ষণ!
কদিন বাঁচবে তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়ায়?
যা নিয়ে করো তুমি অথই বড়ই
সব রবে পড়ে তুমি থাকবেনা ভবেই।
তুমি মানুষ আমি মানুষ
তবুও ভীষণ ভেদাভেদ,
একই রক্তমাংসে গড়া মোরা
তবুও মোদের মনে ঘেরা,
বৈষম্যের নাইকো শেষ।
দুনিয়া ভরা আছে মানুষ
যারা স্বার্থের জন্য হয় আপন,
তাদের তরেই করি মোরা জীবন শেষ
যাদের মনে আমাদের তরে নেই কোন,
স্বার্থহীন ভালবাসার রেস।
মায়া ভরা এই রঙ্গিন পৃথিবী ছেড়ে
চলে যাব এক অজানা দেশে।
যেথায় রবে নাকো কোনো কোলাহল
থাকবে সেথায় শান্তির রোল।
মৃত্যু আমায় করে নিবে আপন
করবে পর সব আপনজন।
সবাই দিবে বিদায় আমায়
ফেলে আসবে কোনো অজানা নিশানায়।
বর্তমান সময়ের মানুষদের নিয়ে কি বলবো আর। মানুষ আছে ঠিকই কিন্তু মানুষের মধ্যে মনুষত্ব নামক জিনিসটা সম্পূর্ণরূপে অনুপস্থিত। তবে সবাই একরকম নয় এটাও মানতে হবে। তবে অধিকাংশ মানুষ গুলোই দেখবেন যারা কেবলমাত্র আপনার স্বার্থের জন্যই আপনার কাছে আপন হয়ে থাকে। স্বার্থ ফুরালো তো সে আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। তারা একটা বারের জন্যও বিবেচনা করে না যে আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং এত বড়ই করে কি লাভ এত অত্যাচার করে কি লাভ। সকলের প্রতি আমি এটুকুই অনুরোধ জানাবো নিজের ভালোর জন্য কখনো কারো ক্ষতি করতে যাবেন না তা না হলে ইহকাল পরকাল দুই কালই কিন্তু নষ্ট হয়ে যাবে হয়তো বা সাময়িক সময় ভালো থাকতে পারবেন কিন্তু জীবনের কোন একটা সময় যেয়ে ধরা খেয়ে যাবেন।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Comments