হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অনেক রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। কবি কবিতায় তার নিজের মনের চিন্তাধারাকে এবং নিজের আত্মপ্রকাশ ঘটায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের কবিতার লাইনগুলি:-
যার পরতে পরতে লেখা রূপকথা!
সৌন্দর্যের অপর নাম প্রিয় বাংলা।
বহুবীর,বহুমহামানুষী,দিয়েছো তুমি জন্ম;
তোমার কীর্তি ভুলবো না কভুও।
তোমার প্রতি গর্বিত সবি,ওগো মোর মাতৃভূমি।
বাংলা আমার,বাংলা তোমার,সেতো সবারি
স্বদেশ শাস্ত্রসমেত চলো উজ্জ্বল বাংলা গড়ি।
একাত্তরের নীলকমলের মত;
জেগে ওঠে নতুন বাংলা গড়।
ওগো মোর বাংলা মাতৃভূমি,
যেও নাকো মোরে ভুলি।
চর্যাপদের রূপ কথার ন্যায়
দিও ঠাঁই মোরে এক কোণায়।
শোনো গো অপরুপা মাতৃভূমি!
অমৃত কর তোমায় ভালোবাসি।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness