ফটোগ্রাফি পোস্ট।। কসমস ফুলের ফটোগ্রাফি।।

shahid540 -
❤️হ্যালো❤️

বিউটি অফ ক্রিয়েটিভিটির প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।চলুন বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি দেখে নেওয়া যাক।

ফটোগ্রাফি করা সে তো আমার একটা নেশা। যেখানেই সুন্দর এবং দৃষ্টিনন্দন কোন কিছু চোখে পড়বে আমার সেই দৃশ্যটাই ফটোগ্রাফি করে নেওয়াটা আমার প্রবল ইচ্ছা গুলোর মধ্যে একটি। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমায়। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদের ভালো লাগে। আর সেগুলো থেকে পজিটিভ রেসপন্স পাই তখন ভীষণ ভালো লাগে। আর ঠিক তখনই সেগুলো সার্থক বলে মনে হয়, যখন শুনি সেগুলো আপনাদেরও ভালো লেগেছে। আর ফটোগ্রাফি করতে আরো বেশি উৎসাহ পাই। যাই হোক চলুন আমার করা আজকের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক।

❤️ পছন্দের ফটোগ্রাফি গুলি❤️


প্রিয় বন্ধুরা পুনরায় আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম সেই সকলের প্রিয় কসমস ফুলের ফটোগ্রাফি। তবে আজকে বেশ কয়েক কালারের কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রত্যেকটা ফটোগ্রাফিকে মন দিয়ে করার চেষ্টা করেছি যাতে খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এই কসমস ফুল আমাদের দেশে প্রায় পাঁচটা কালারের লক্ষ্য করা যায়। কসমস ফুল গাছ প্রায় ৫০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। একটি লম্বা ডাটার মধ্যে মাত্র একটি ফুল হয়ে থাকে। এই ফুলকে শীতকালীন ফুল ও বলা হয়ে থাকে। শীতকালীন সময়ে কসমস ফুলকে অত্যাধিক পরিমাণ লক্ষ্য করা যায়। বাজারেও বেজায় চাহিদা রয়েছে। তাছাড়া ওই ফুলকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয়। কসমস ফুলের পাপড়ি ৬ থেকে আটটা পর্যন্ত হয়ে থাকে। আর মাঝখানে একটি কেন্দ্রবিন্দু থেকে থাকে। যা পুরো ফুলের কালার থেকে ভিন্ন কালারের হয়ে থাকে। আর এটাই ফুলের সৌন্দর্যকে দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে। যাইহোক আজকে আর বেশি কিছু বললাম না চলুন আমার করা কসমস ফুলের ফটোগ্রাফি গুলি দেখে নেওয়া যাক......

❤️The End❤️

বন্ধুরা আজকের মত পোস্টটি এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের থেকে ভালো মন্তব্য গুলো আশা করছি ।দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে ।আল্লাহ হাফেজ।

❤️পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ❤️

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

আমি মোঃ শাহিদ ইসলাম। আমি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "বিউটি অফ ক্রিয়েটিভিটি"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা, ভ্রমণ করা,রেসিপি রিভিউ, কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, লক্ষ্য স্থির, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি বড় দাদা এবং ছোট দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দীর্ঘায়ু কামনা করছি।

vote@bangla.witness as a witness

or

Set@rme as your proxy