পাওয়ার আপ পোষ্ট💪।।১৪ স্টিম পাওয়ার আপ।।

shahid540 -
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো আমার পাওয়ার আপ প্রসেস। চলুন শুরু করা যাক।

সোর্স

🥰পাওয়ার আপ🥰

প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরো একটি পোস্ট নিয়ে।আমার আজকের ব্লগ টি হচ্ছে পাওয়ার আপ সম্পর্কিত।আমরা সবাই জানি পাওয়ার আপ মানে হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি।নিজের শক্তিকে ত্বরান্বিত করা।আমার বাংলা ব্লগ এ সয়ংক্রিয় ভাবে কাজ করতে গেলে অবশ্যই আমাদের নিজস্ব শক্তির প্রয়োজন আছে।সে দিক থেকেই পাওয়ার আপ করা অতীব জরুরি একটি বিষয়। কেননা আমাদের একাউন্ট এবং নিজের কাজের ক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ অনেক বেশি গুরুত্ব বহন করে।আমাদের কমিউনিটির অনেকেই পাওয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত।তাদের থেকেই উৎসাহিত হয়ে আমিও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এসপি পাওয়ার আপ করে যাবো।আর সেই সাথে সকলকে পাওয়ার করার আহ্বান জানাচ্ছি।আমার আজকের পাওয়ার আপ এসপি পরিমাণ হলো 14স্টিম। বন্ধুরা আমি আজকে কিভাবে পাওয়ার আপ করলাম চলুন তার প্রসেস গুলি দেখে নেওয়া যাক।

পাওয়ার আপ প্রক্রিয়া চলমান

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার স্টিমিট ওয়ালেট এ যাব। সেখান থেকে স্টিম ব্যালেন্স দেখে নিব। তারপর স্টিম ব্যালেন্সের পাশের ড্রপডাউনে ক্লিক করলে একটি ইন্টারফেস শো করবে। সেখানেতে পাওয়ার আপ অপশনে যাব।

পাওয়ার আপ অপশনে ঢুকলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে এমাউন্টের ঘরে কত স্টিম পাওয়ার আপ করতে চাচ্ছি তার পরিমাণ লিখব। এখন পাওয়ার আপ লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আরো একটি ইন্টারফেস শো করবে সেখানে সবকিছু দেখে নেক্সট এ ক্লিক করব।

নেক্সট এ ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রাইভেট একটিভ কি দিয়ে সাইন ইন এ ক্লিক করলেই পাওয়ার আপ সম্পূর্ণ হবে।
পাওয়ার আপ এর পরিসংখ্যান
বিবরণপরিমাণ
পূর্বের এসপি৩১০
পাওয়ার আপ১৪
বর্তমান এসপি৩২৪
🥀The End🔚

আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

আমি মোঃ শাহিদ ইসলাম। আমি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ, কবিতা আবৃত্তি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাকে।

vote@bangla.witness as a witness

or

Set@rme as your proxy