হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো আমার পাওয়ার আপ প্রসেস। চলুন শুরু করা যাক।
প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা,আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরো একটি পোস্ট নিয়ে।আমার আজকের ব্লগ টি হচ্ছে পাওয়ার আপ সম্পর্কিত।আমরা সবাই জানি পাওয়ার আপ মানে হচ্ছে নিজের সক্ষমতা বৃদ্ধি।নিজের শক্তিকে ত্বরান্বিত করা।আমার বাংলা ব্লগ এ সয়ংক্রিয় ভাবে কাজ করতে গেলে অবশ্যই আমাদের নিজস্ব শক্তির প্রয়োজন আছে।সে দিক থেকেই পাওয়ার আপ করা অতীব জরুরি একটি বিষয়। কেননা আমাদের একাউন্ট এবং নিজের কাজের ক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ অনেক বেশি গুরুত্ব বহন করে।আমাদের কমিউনিটির অনেকেই পাওয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত।তাদের থেকেই উৎসাহিত হয়ে আমিও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ এসপি পাওয়ার আপ করে যাবো।আর সেই সাথে সকলকে পাওয়ার করার আহ্বান জানাচ্ছি।আমার আজকের পাওয়ার আপ এসপি পরিমাণ হলো 14স্টিম। বন্ধুরা আমি আজকে কিভাবে পাওয়ার আপ করলাম চলুন তার প্রসেস গুলি দেখে নেওয়া যাক।
বিবরণ | পরিমাণ |
---|---|
পূর্বের এসপি | ৩১০ |
পাওয়ার আপ | ১৪ |
বর্তমান এসপি | ৩২৪ |
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness