ট্রন স্টেকিং || 106 TRX STAKING

selinasathi1 -

আমাদের সকলেরই সঞ্চয় থাকা দরকার এবং সেই মনোভাবকে সামনে রেখে অনেক আগে থেকেই trx স্ট্রাকিং করতাম তবে কখনো এই বিষয় নিয়ে পোস্ট করা হয়নি। গত মাসে আমি ১৮৬ trx staking করেছিলাম ও আজ আমি ১০৬ TRX STAKING করলাম। আগে থেকেই অল্প অল্প করে trx staking করতে করতে ১২৫০ trx আমার অ্যাকাউন্টে জমা হয়ে ছিল। আজ ১০৬ trx staking করার চেষ্টা করছি। সর্বমোট trx এর সংখ্যা দাঁড়ালো ১৩৫৬ trx।

এই বিষয়টা অনেকটা সঞ্চয়পত্রের মধ্যে দেখি। যেমন বাংলাদেশ ব্যাংক কিংবা বিভিন্ন ব্যাংকের কিছু টাকা গচ্ছিত রাখা হয়। যার বিনিময়ে প্রতিনিয়তই সেখান থেকে কিছু বেনিফিট আমরা পেতে থাকি। এই ঠিক তেমনি ভাবে এখানেও সঞ্চয়পত্রের মতোই যে টাকাটা আছে, সেই টাকাটা থাকবে এবং আস্তে আস্তে এই trx বাড়তে থাকবে। তবে চলুন আজকে staking এর প্রসেস গুলো দেখে আসা যাক।

চলুন শুরু করি:


১ম ধাপ


২য় ধাপ


৩য় ধাপ


আজ 106 trx স্টেক করেছি। এই স্টেক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের @rme দাদার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" পোস্টটি দেখুন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ।

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



বিষয়: ট্রন স্টেকিং || 106 TRX STAKING

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......