New to Nutbox?

মজার ফান কবিতা "মুলা এবং মেকআপ" উৎসর্গ- হাফিজুল্লাহ ভাই।

18 comments

selinasathi1
72
last yearSteemit3 min read


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

dropshadow_1664530839744.jpg


বন্ধুরা আজ মজা করে আমি একটি ফান কবিতা লিখেছি।@hafizullah ভাইকে উৎসর্গ করে।আমি একটা বিষয় লক্ষ করে দেখেছি যে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন রোমান্টিক হাফিজুললা ভাই সবসময় ""ম" বর্ণ টিকে ভীষণ পছন্দ করে। এবং ম বর্ণের প্রতি তার বিশেষ একটা আকর্ষণ।বিশেষ করে মহিলাদের মেকআপ এবং মুলা।ওনার এত বেশি প্রিয় যা বলে বোঝানো যাবে না।এমন রোমান্টিক মেন আমি খুব কম দেখেছি জীবনে।আমার বাংলা ব্লগে যিনি সবাইকে আনন্দে মাতিয়ে রাখেন।আমি যখন ফার্স্ট আমার বাংলা ব্লগের জয়েন করি এবং ডিসকর্ডে আড্ডা দেই। তখন থেকে দেখেছি হাফিজুল্লাহ ভাই আমাকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন।সত্যিই এমন মাই ডিয়ার মানুষ এই সমাজে বিরল।তাইতো বিনোদনের ছলে,,ভাইয়ার প্রাণপ্রিয় বর্ণ দিয়ে মুলা এবং মেকআপ,, নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছি।জাস্ট বিনোদনের ছলে কেউ কিছু মনে করবেন না কিন্তু। ভাইয়া যেভাবে মেকআপ নিয়ে কথা বলেন, আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, মেকাপ নিয়ে এত মাতামাতি কেন?? হাফিজুললা ভাইয়ের।নিশ্চয়ই এর মধ্যে অন্তর্নিহিত কোন কারণ আছে।যাইহোক কবিতাটি যদি আপনাদের কাছে ভাল লাগে তবেই আমার আজকের এই আয়োজন সার্থকভাবে।


প্রিয় হাফিজুল্লাহ ভাই, আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই চমৎকার বিনোদনমুলক কবিতাটি লেখার জন্য।

মজার কবিতা


মুলা এবং মেকআপ

dropshadow_1664531247372.jpg


সেলিনা সাথী


♥উৎসর্গ -হাফিজুল্লাহ ভাই♥

♥"ম" এর প্রতি হাফিজুল্লাহ ভাইয়ের
বিশেষ আকর্ষণ,,
মেকআপ আর মুলা নাকি
খুবই প্রয়োজন।

মেকাপ নিয়ে কৌতুহল
মাথায় অনেক বেশি,,
কখনো মেঘ কখনো বৃষ্টি
প্রেমিকা খুঁজে দেশি।

ভাবির নাকি মেকাপ লাগে
সে ও নিত্যদিন,,
রোজ সন্ধ্যায় ফেরার সময়
মেকআপ অনার রুটিন।

মহিলারা হাফিজ ভাইয়ের
আসলে মনের মতন,,
মেকআপ দিয়ে দিবানিশি
করে তাদের যতন।

মুলা যে তার প্রথম প্রেম
ছোট্টবেলা থেকে,,,
শিশুবেলায় হাফিজুল্লাহ ভাই
গিয়েছে অনেক পেকে।

মুলার শরবত মুলার জুস
আরো কত কি?
মুলা নাকি আরো মজা
দিয়ে রাঁধলে ঘি।

মুলার সাথে প্রেমের কথা
লিখে হবেনা শেষ,,
মুলা এবং মেকাপ নিয়ে
ভাইটি আছেন বেশ।

মনের মাঝে "ম" য়ের প্রতি
এত বেশি টান,,
মাঝে মধ্যে বৃষ্টি কে
বলে শুধু জান।।

জিহ্বায় কামড় দিয়ে
চিমটি কাটে কান,,
মধু এবং মিতা ও নাকি
গভীর প্রেমের টান।

মহিলাদের প্রেমে পড়ে
হয়েছেন আজ কবি,,
মহাপ্রেমিক উপাধি দিলাম
এঁকে দিলাম ছবি।

মজা করে লিখলাম ভাই
করে দিও মাফ,,,
ফুল করতে না পারলেও
করে দিও হাফ।

হাসবে নাকি কাঁদবে তুমি
বুঝতে পারছ না,,
মুলা এবং মেকাপ নিয়ে
একি যাতনা।।

"নুসরা নূর" আপুর জানি
লাগবে অনেক ভালো,,
দোহাই লাগে ভাইটি আমার
মুখ করোনা কালো।♥|

♥♥

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Comments

Sort byBest