আর্টঃ প্লাস্টিকের প্লেটে গোধুলী বেলার দৃশ্য।

selina75 -

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন।আজ ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৯ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ একটি ভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি আজ টবের প্লাস্টিকের প্লেটে গোধুলী বেলার প্রকৃতিক দৃশ্যের আর্ট করছি। যে দৃশ্যটি জানালার ভিতর দিয়ে দেখা যাচ্ছে।সেটাই ফুটিয়ে তোলার চেস্টা করেছি এই আর্ট- এ। আর গাছের নিচে ঝরে পরা বিভন্ন রং এর ফুল অংকন করেছি।আমি, এই আর্ট এর মাধ্যমে গোধুলী বেলার মনোরম দৃশ্য ফুটিয়ে তোলার চেস্টা করেছি। আর এই আর্টটি করতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি প্লাস্টিকের প্লেট ও বিভিন্ন রং এর পোস্টার রং সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই প্লাস্টিকের প্লেটের উপর গোধূলী বেলার পেইন্টিং করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের পেইন্টিংটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

১।টবের প্লাস্টিকের প্লেট
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩।বিভিন্ন সাইজের তুলি
৪।মাস্কিন টেপ

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

প্রথমে প্লাস্টিকের প্লেটটি সাদা রং করে নিয়েছি। প্রথমে আকাশী রং করে নিয়েছিলাম ভুল করে। তাই পরে সাদা রং করে নিয়েছি।

ধাপ-২

প্রথমে প্লেটের মাঝখানে মাস্কিন টেপ জানালার মতো করে লাগিয়ে নিয়েছি। এবং উপরের কিছু অংশ লাল রং করে নিয়েছি।

ধাপ-৩

মাঝখানে কমলা ও নীচের অংশে সবুজ রং করে নিয়েছি।

ধাপ-৪

হলুদ রং দিয়ে একটি সূর্য্য এঁকে নিয়েছি। সেই সাথে লাল ও সাদা রং দিয়ে ইটের দেয়াল এঁকে নিয়েছি।

ধাপ-৫

এবার দু'পাশে দুটো গাছ এঁকে নিয়েছি। এবং নিচে কিছু ঝরে পরা ফুল এঁকে নিয়েছি বিভিন্ন রং ব্যবহার করে।

ধাপ-৬

এবার লাগানো মাস্কিন টেপ খুলে ফেলেছি। এবং জানালা কালো রং করে নিয়েছি। সেই সাথে আরও কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি , ছবিটি যাতে সুন্দর হয়। এবং একটি কাগজের নিজের স্টিমিট আইডি লিখে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

আশাকরি আজকে প্লাস্টিকের প্লেটে গোধূলী বেলার দৃশ্যের পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের আর্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই গরমে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note a-5
পোস্ট তৈরি@selina 75
তারিখ৯ই নভেম্বর, ২০২ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ