মন খারাপের ব্যাখ্যা কখনো কখনো শব্দে প্রকাশ সম্ভব নয়।(Periodically words flunked to express our dismay.)

sduttaskitchen -

একটা করে দিন আসে একটা করে নতুন অভিজ্ঞতা নিয়ে, কিন্তু পিছনের ফেলে আসা কিছু মানুষ, তাদের সাথে অতিবাহিত সময় এবং অনুভূতি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে থেকে যায় চিরকাল।

আজকে মনটা সকাল থেকে নয়, তবে সন্ধ্যার পর থেকে কিছু পুরনো স্মৃতির ভারে ভারাক্রান্ত হয়ে আছে।

এর আগেও জানিয়েছি আমি খানিক ডিপ্রেশনের স্বীকার এবং বেশিরভাগ সময় সেই কারণে কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।

যাতে পুরনো আঘাত গুলো এড়িয়ে যেতে পারি, কিন্তু সবসময় মাথা বা মন আমাদের মতন করে কাজ করে না বোধহয়।

উপর থেকে আমাকে ভীষণভাবে চনমনে এবং উৎফুল্লতা ভরা একটা মানুষ মনে হলেও আদোপেও ভিতর থেকে আমি একেবারেই বিপরীত মানুষ।

যদিও সেই ভিতরের মানুষটির সাথে প্রতিদিনের লড়াই আমার একার, সেখানে কাউকে প্রবেশাধিকার আর দেবো না!

বেশীরভাগ ক্ষেত্রেই সহানুভূতির নামে নতুন আঘাত জায়গা করে নেয়!
সেই কারণে এখন মনে হয় নিজের সাথে নিজের লড়াইটাই সঠিক,কারণ সাহারার নামে সুযোগের সদ্ব্যবহার করে মানুষ চলে যায়।
সাথে ভঙ্গ হয় বিশ্বাস, আস্থা আর সৃষ্টি হয় নতুন ক্ষত।


একটা বিষয় আমি এখন বেশ উপলব্ধি করতে পারি, আর সেটা হলো নিজের অসুবিধা করে, অন্যের সুবিধা বা সাহায্যের মানুষ আজ আর নেই এই ধরায়।

ওই যে প্রবাদ আছে,

আপনি বাঁচলে বাপের নাম!

এটা মেনেই এখন সকলে জীবনের সিদ্ধান্ত নিয়ে থাকে, আর একেই বলে কলিকাল।
অথচ, কি ভীষণ রকমের ভিন্ন শিক্ষায় আমি বড়ো হয়েছি!
কোথায় যেনো সেই মানুষগুলোর সাথে সেই মানসিকতাও হারিয়ে গেছে সকলের মধ্যে থেকে।

এখন সম্পর্ক আর যন্ত্রের মধ্যে কোনো বিভেদ নেই!

অকেজো হয়ে গেলে, কাজে না আসলে যেমন এখন যন্ত্র সরানোর পরিবর্তে নতুন যন্ত্র বাজার থেকে কিনে নিয়ে আসতে বেশিরভাগ মানুষ অভ্যস্ত;
ঠিক তেমনি সম্পর্ক থেকে লাভের আশা ফুরিয়ে গেলে নতুন মানুষের সন্ধানে বেরিয়ে পড়ে মানুষ, যেখানে লাভের সন্ধান পাওয়া যাবে!

যতক্ষণ দিতে পারা যাবে, যতক্ষণ ক্ষমতা সঙ্গে থাকবে, যতক্ষণ ব্যবহার করা যাবে নিজের প্রয়োজনে, ততক্ষণ সেই মানুষের দাম আছে!

দাম? হ্যাঁ দাম!

আমরাও তো পণ্য এখন। তাই তো কথায় কথায় দাম শব্দটি ব্যবহার করি, সম্পর্কের বিশ্লেষণের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে দাম শব্দের ব্যবহার, নিজের স্থান বোঝাতেও।

ভালো সময়ের অনুভূতি ক্ষণিকের কিন্তু কেনো যে খারাপ মুহূর্তগুলো পিছন ছাড়ে না! আজও এই বিষয় নিয়ে আমি দ্বন্দ্বে!
নতুন দিন যখন নতুন বার্তা নিয়ে আসে, তাহলে কেনো পিছন ফিরে তাকানো?

সদুত্তর খোঁজার বহুবার চেষ্টা করেছি, নিজেকে শাসন করেছি, কিন্তু স্মৃতির পাতা থেকে সেই পাতাগুলো ছিড়ে ফেলে দিতে পারিনি আজও!

পঙ্গু হয়ে গেলে হয়তো সেই অসম্পূর্ণ অঙ্গের সাথে বাঁচতে শেখার প্রয়াস করা যায়, কিন্তু একদিন সুস্থ ছিলাম এই স্মৃতি কি মোছা সম্ভব?
কি জানি আমি তো মুছতে পারিনি?

সবটাই আজ মেকি বলে মনে হয় আমার, তাই লেখার শেষে একটি অনু কবিতা রইলো আপনাদের জন্য।

যার নাম দিলাম

Pixabay

মেকি

জীবনের পথে এসেছে মানুষ কত;
বিশ্বাসের নামে পেয়েছি কেবল ক্ষত!
নিজের হিসেব মেটাতে ব্যস্ত,
এ যুগের যতো মানুষ সমস্ত!
প্রিয়জন শুধু প্রয়োজন আজ;
ফেরাবে না মুখ, মিটে গেলে কাজ!

লাভের যন্ত্রে অনুভূতি মাপা;
ভিতরে আসলে সবকিছু ফাঁপা!
দাড়িপাল্লায় সম্পর্ক বিকোয়;
অনুভূতি আজ গেছে শিকায়!

ভালোবাসা চলে হিসেবের অঙ্ক কষে;
সম্পর্ক আজ পকেটের ওজনের বশে!