আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু অনু কবিতা নিয়ে।কবিতা লিখতে আমার অনেকে ভালো লাগে তাই তো সময় অসময়ে যখন আমার মনে কবিতার ভাষা গুলো চলে আসে তখনই লিখতে বসি কবিতা।কারণ আমি মনে করি কবিতা লেখা খুব সহজ না।আর কবিতা লিখতে বসলেই কবিতা লেখা হয় না।নিরিবিলি ও একান্ত মনে কিছু কথার অনুভূতি নিয়ে কবিতা লেখা যায়।আমি কবি নই তারপরও চেষ্টা করি কিছু কবিতা লেখার।বাস্তবতা ও কল্পনা নিয়ে কবিতা লেখা হয়।
তবে কিছু কিছু সময় কল্পনার সাগরে ডুবে থাকতে অনেক ভালো লাগে।কারণ কল্পনা শুধুই কল্পনা। আর বাস্তবতা অনেক কঠিন।তারপরও আমাদেরকে বাস্তবতা নিয়েই বেঁচে থাকতে হয়।আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত অনু কবিতা নিয়ে হাজির হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।আপনাদের উৎসাহ আমার কবিতা লেখার আগ্রহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়।অনেক কবিতা পড়তে যেমন ভালো লাগে লিখতেও অনেক ভালো লাগে।চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে আমার "একগুচ্ছ অনু কবিতা" নিয়ে হাজির হয়েছি তা দেখে নেওয়া যাক।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ-স্বরচিত অনু কবিতা পোস্ট "একগুচ্ছ অনু কবিতা"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।