আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে আবারো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে@rmeদাদা, এডমিন মডারেটর, ভাই ও বোনেরা আমাদের জন্য সময়োপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। শীতকালে প্রকৃতি অপরূপ রূপে সাজে। তাইতো শীতকালের আবহাওয়াটা বেশি ভালো লাগে। গাছে গাছে সতেজতা
বিভিন্ন রকমের ফুল, সকাল বেলার কুয়াশাচ্ছন্ন আকাশ,
ঘাসের ডগায় শিশির কনা কি অপরূপ লাগে দেখতে। প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তাই তো তার সৌন্দর্যে আমাদের নয়ন জুড়িয়ে যায়।
আমি সব সময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজও তার ব্যতিক্রম নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই যে বিজয়ী হতে হবে তা নয় তাই তো সবসময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি কিন্তু হতাশ হইনি কখনও। ধৈর্যের জন্য মাঝে মাঝে বিজয়ী হয়েছি।
শীতকালের প্রকৃতি দেখতে কার ভালো লাগেনা। তাইতো শীতকালের এই প্রতিযোগিতার ফটোগ্রাফি করার জন্য চলে গেলাম কিছু ফটোগ্রাফি করার জন্য। যদিও চেষ্টা করেছি আমি আমার সাধ্যমত জানিনা আপনাদের কেমন লাগবে। তবে প্রত্যেকটি সৌন্দর্য আমার মন কেড়েছে । তাই সেই সৌন্দর্যগুলোকে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে
উপস্থাপন করার চেষ্টা করলাম। চলুন আর কথা না বাড়িয়ে
শীতকালের ফটোগ্রাফির সৌন্দর্যগুলো দেখে নেওয়া যাক।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।