DIY ||| নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০১ ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

saymaakter -

আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ আশা রাখি আল্লাহর রহমতে ভাল আছেন।আমি সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।

আগামী মাসের ১০/০৭/২০২২ইং তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।আর এই ঈদকে সামনে রেখে আমরা সবাই বিশেষ কিছু আয়োজন এর উদ্দেশ্যে পরিকল্পনা করে থাকি।আমরা মেয়েরা এই বিশেষ দিনগুলোতে সব সময় বিশেষভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে।আর আমি মনে করি একটি মেয়ের সর্বোচ্চ সৌন্দর্য উপস্থাপন করার একটি পোশাক সেটি হল শাড়ী।আপনারা সবাই অবগত আছেন যে আমার ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে আর এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত।তাই আজকে আমি আপনাদের মাঝে আমার প্রতিষ্ঠানের জন্য আমার নিজের হাতে তৈরি করা একটি শাড়ী নিয়ে লেখার চেষ্টা করবো।আমি সব সময় আপনাদের মাঝে কবিতা, রেসিপি এবং কিছু চিত্রাংকন নিয়ে হাজির হই।তাই আজকে বিশেষভাবে নিজেকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি জানিনা আমার এই চেষ্টা কতটুকু সফলতা পাবে।তবে আশা রাখি আমার আজকের এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।তাই আজকের এই পোস্টটির নাম দিয়েছি "নিজের তৈরি শাড়ীর ডিজাইন-১"।আপনারা অনেকেই ভাবতে পারেন " নিজের তৈরি শাড়ীর ডিজাইন-১" নাম দেওয়া হল কেন?কারন আমি চেষ্টা করব আগামীতে আমার যত ডিজাইন প্রত্যেকটির একটি করে আপনাদের মাঝে উপস্থাপন করার। যদি আপনাদের কাছ থেকে ভালো সহযোগিতা এবং উৎসাহ পায়।

#উপকরণসমূহঃ-🛒

১। কমলা।
২। পেস্ট ।
৩। নীল
৪। এন কে।
৫। ব্লক।
৬। ব্রাশ।
৭। ট্রে।
৮। টেবিল।

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🥻প্রথম প্রক্রিয়া🥻

শাড়িটি টেবিলে বিছিয়ে প্রথমে একটি ব্লক দিয়ে কমলা কালার রং নিয়ে শাড়ীর আচলে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।

🥻দ্বিতীয় প্রক্রিয়া🥻

এবার শাড়ীর পারে চিকন ব্লক দিয়ে কমলা কালার রং নিয়ে ডিজাইন করেছি যাতে শাড়ীটি সুন্দর দেখা যায়।

🥻তৃতীয় প্রক্রিয়া🥻

শাড়ীটির আচলের মাঝের জায়গায় বড় গোল ব্লকে পেস্ট কালার রং দিয়ে মাঝে মাঝে কয়েকটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি।

🥻চতুর্থ প্রক্রিয়া🥻

এবার আঁচলের পরে থেকে পুরো ৪গজ বড় ব্লকে নীল রং নিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি পুরো শাড়ীর জমিনটি।

🥻পঞ্চম প্রক্রিয়া🥻

এইবার ডিজাইন করা শাড়ীটিকে রৌদ্রে ৪/৫ ঘণ্টা শুকিয়েছি নিয়েছি যাতে শাড়ীর রং পাকা হয়।

🥻ষষ্ঠ প্রক্রিয়া🥻

এরপর শাড়ীটিকে আয়রন দিয়ে সুন্দর করে রং আবার পাকা করে নিয়েছি।যাতে কোনো ভাবেই শাড়ীটির রং উঠে না যায়। আর এই ভাবেই হয়ে গেল আমার "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০১" ফিনিশ হল।এবার ফিনিশ করা "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০১" এর একটি সম্পন্ন ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ।

আমার পরিচয়।📌

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- ডাই "নিজের তৈরি শাড়ীর ডিজাইন নং-০১"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ..........