New to Nutbox?

DIY ||| এসো নিজে করি ||| ক্লে দিয়ে আকর্ষণীয় গোলাপ ফুল।

34 comments

saymaakter
71
17 days agoSteemit3 min read
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করি সুস্থভাবে দিন যাপন করছেন।আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

received_1617424282357756.jpeg


আজ আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়।আমি আপনাদের মাঝে "ক্লে দিয়ে আকর্ষণীয় গোলাপ ফুল" কিভাবে তৈরি করা যায় তা নিয়ে হাজির হয়েছি।আসলে ক্লে দিয়ে যে শুধু গোলাপ ফুল তৈরি করা যায় তা কিন্তু নয়।ইচ্ছে করলে বিভিন্ন ফুল অনেক ধরনের খেলনা ও মনের ইচ্ছামত বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। আসলে আমরা ছোটবেলায় যখন গ্রামে পরীক্ষার পর নানীর বাড়ি যেতাম তখন নানীর বাড়িতে কাদা মাটি গুলিয়ে কত পুতুল হাড়ি পাতিল শিলপাটা বিভিন্ন ধরনের খেলনা তৈরি করতাম।গ্রামের বাড়িতে একটি সময় প্রচলন ছিল মাটির ঘর গুলো আঠাল মাটি দিয়ে সুন্দর করে মুছতো।সেই সময় ওই মাটিগুলো আগে গুলিয়ে নিত লিকুইড করে তারপর ঘর মুছতো।ঠিক সেই মাটিগুলো দিয়ে খেলা করেছিলাম।আমার মনে হয় ক্লে সেই মাটির বিকল্প ব্যবস্থা।

কারণ মাটি ধরলে হাত নোংরা হবে।আধুনিক প্রযুক্তি উন্নয়নের ফলে আমরা এই ক্লে পেয়েছি খেলনা তৈরির জন্য।এই ক্লে দিয়ে বাচ্চারা খেললেও বিভিন্ন জিনিস তৈরি করলে তাদের বুদ্ধি বিকাশ ঘটে।ক্লে দিয়ে আমি একটি ফুল তৈরি করার চেষ্টা করেছি এবং সেই গোলাপ ফুল খুব সুন্দর লাগছিল।তাই আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। অতি অল্প সময়ে এই ফুলটি তৈরি করা সম্ভব।চলুন আর কথা না বাড়িয়ে ফুলটি কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যায়।

উপকরণসমূহঃ-

১।ক্লে।
২।একটি ঢাকনা।
৩।কাঠি।

received_1361093794571889.jpeg

received_966974508492955.jpeg

💐প্রস্তুত প্রণালী💐

💠প্রথম ধাপ💠

received_1492138685060122.jpeg

প্রথমে ক্লে গুলো অল্প অল্প করে ভাগ করে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

received_1440573476828779.jpeg

received_281580321695323.jpeg

এবার সেই ভাগ করে নেওয়া ক্লে গুলো হাতের তালুতে গোল গোল করে নিয়েছি ।

💠তৃতীয় ধাপ💠

received_3566485466995354.jpeg

received_1157203498792335.jpeg

গোল করে নেওয়া ক্লে গুলো একটি ঢাকনা দিয়ে চাপ দিয়ে নিয়েছি।

💠চতুর্থ ধাপ💠

received_1185949252398347.jpeg

ঠিক একই ভাবে প্রতিটি ক্লে পাপড়ির মত করে নিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

received_1299463260967165.jpeg

received_5784568435000223.jpeg

এবার প্রথমে একটি পাপড়ি হাত দিয়ে পেঁচিয়ে ছোট করে নিয়েছি।

💠ষষ্ঠ ধাপ💠

received_1459796651293921.jpeg

received_1124156035485027.jpeg

সেই প্রথম পাপড়ি কে কেন্দ্র করে আস্তে আস্তে সবটাই পাপড়িগুলো লাগিয়ে দিয়েছি।

💠সপ্তম ধাপ💠

received_1423903964903191.jpegreceived_790384526409788.jpeg

received_450471807372722.jpeg

এবার সব সাইডে পাপড়ি লাগানোর পর পেছনের পাপড়ি গুলো একটু বড় করে লাগিয়ে নিয়েছে।যখন সব পাপড়ি লাগানো শেষ হয়ে গেছে।তখনই হয়ে গেল আমার "ক্লে দিয়ে আকর্ষণীয় গোলাপ ফুল"।এবার এই "ক্লে দিয়ে আকর্ষণীয় গোলাপ ফুল" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCx...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "ক্লে দিয়ে আকর্ষণীয় গোলাপ ফুল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার এই পোস্টটি পড়ে এবং সুন্দর মতামত প্রদান করে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ।

🇧🇩🇧🇩আজকের মত বিদায়🇧🇩🇧🇩

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WCnFCoaf77HnnjtGbxvtcZCVRGcMv32JELn7yGd7yduEbShNRxvckSFu5qxWm...4DBE7bSVB6BMULGX4TiDD37LfoKG4LDay4BF3jrUv6vvtoQgQ4ehXkDbqeAwyZ67B7q88vWNYwYe5K84y94JWzcu4Af3kiuQQ3akwFfHeiCdAEkfAf6qBTacXg.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...WFaaJHmXrxi5zwucUeo3mURWYKXw8Yzqstr8dvh3M1JDWxyrhGVnz8hWdG4EzTnPiDJSxmAXjGFzUJooULrkd8xDqMXzapJE9ubMNuVesQbzQucb8ksjRR8kdT.gif

Comments

Sort byBest