DIY ||| এসো নিজে করি |||ভালোবাসা ও স্বপ্নের পুস।
12 comments
আসসালামু আলাইকুম।আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।প্রত্যাশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাই ভালো থাক, সুস্থ থাক এবং তাদের জীবন সুন্দরভাবে কাটুক।
আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে ইউনিক কিছু নিয়ে হাজির হতে। তাই আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি।ডাই ইভেন্টের একটি নতুন আইডিয়া নিয়ে নতুনত্ব ভাবে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশা করছি আপনাদের ভালো লাগবে। পুস আমাদের সকলের স্বপ্নের ভালোবাসা। পুসকে কেন্দ্র করে আমাদের সকলের হৃদয়ের টানের যেন শেষ নেই। যতই দিন যাচ্ছে পুসের প্রতি ভালোবাসা আমাদের সকলের অনেক বেড়ে যাচ্ছে।
পুসের প্রতি ভালোবাসায় আমি আজ আপনাদের মাঝে ইউনিক ডাই ইভেন্টস এর পোস্ট নিয়ে হাজির হয়েছি।নতুন কিছু করার চেষ্টা করেছি। যখন এই ডাইপোস্ট তৈরি করছিলাম তখন বারবার এলোমেলো ও ছড়িয়ে যাচ্ছিল তারপরও আমাদের পুস চিন্তা মাথায় রেখে ধৈর্যের সাথে এই পোস্টটি তৈরি করেছি এবং আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে পুস প্রাকৃতিক সবুজের সতেজতা ও সৌন্দর্যে বসে থাকার একটি ডাই কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহঃ-
১।বোতাম।
২।পুঁথি।
৩।চুমকি।
৪।টিপ।
প্রথমে খাতায় হালকা করে একটি পুস আর্ট করে নিয়েছি এবং সেই অনুপাতে বোতাম দিয়ে পুসের মুখ বানিয়ে নিয়েছি।
মুখ বানানোর পর পুসের বডির এক সাইট বোতাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
এবার আরেক সাইডও সুন্দর করে বোতাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
এবার পুসের লেজ লাগিয়ে নিয়েছি বোতাম দিয়ে।
এবার পুসের দুটো কান লাগিয়ে নিয়েছি।
টিপ দিয়ে পুসের চোখ নাক মুখ লাগিয়ে নিয়েছি।
এবার পুসের বসার একটি জায়গা বানিয়ে নিয়েছি।
পুসের দুটো পা বানিয়ে নিয়েছি।
গাছের এক সাইড বোতাম দিয়ে ডিজাইন করে নিয়েছি।
ঠিক একই ভাবে অপর সাইট এবং পুরো গাছটি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি।
সে গাছের ভেতরে চুমকি দিয়ে দিয়েছি।গাছটি সুন্দর লাগার জন্য।
একই ভাবে গাছটির গায়ে সবুজ ছোট পুঁথি দিয়ে দিয়েছি গাছটিকে সবুজ লাগার জন্য।
পুসের বসার জন্য পাশের জায়গা ও সবুজ পুঁথি দিয়েছি। চারপাশে যেন সবুজ প্রকৃতির ভেতরে পুস নিরিবিলিতে বসে আছে।আর এভাবে হয়ে গেল "ভালবাসা ওর স্বপ্নের পুস"।এবার এই "ভালোবাসার ও স্বপ্নের পুস" এর একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
Comments