SEC17/W6|Do you believe history repeats itself?

sayeedasultana -

সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছে। স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ এর ষষ্ঠ এবং শেষ সপ্তাহের জন্য এতো চমৎকার বিষয়বস্তু নির্বাচন করার জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো , " ইতিহাসের পুনরাবৃত্তি আমি বিশ্বাস করি কিনা " ।নিচে এ বিষয়ে আমি আমার মতামত প্রকাশ করছি।

Do you believe history repeats itself through genes? Justify.

এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ,আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে জিনের মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আর এটা যে আমিই প্রথম বলছি এমন না। এটা বিজ্ঞান দ্বারা স্বীকৃত যে , সন্তানরা তাদের পিতামাতার কাছ জিনগত বৈশিষ্ট পায়। প্রতিটি সন্তান তার পিতামাতার কাছ থেকে তাদের জিনের অর্ধেক উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকে এবং এই জিনগুলি তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে।
তবে জিন ছাড়াও তার পরিবেশ ,সংষ্কৃতি প্রভৃতি দ্বারা আমাদের জীবনধারা অনেকটাই প্রভাবিত হয়ে থাকে ,যেগুলো জিন দ্বারা নির্ধারিত না।

আমরা আমাদের চারপাশে অনেককেই দেখতে পায় যাদের চেহারা তাদের বাবা ,মা কিংবা পরিবারের অন্যকোনো সদস্যদের মতো। এগুলো আমাদের জিনের কারণেই।
আবার পরিবারের কারো ডায়াবেটিস ,হাই কিংবা লো ব্লাড প্রেশার ,কিংবা কোলেস্টোরল ইত্যাদির মতো অসুখ থাকলে দেখা যায় যে পরবর্তী প্রজন্মের মাঝেও একই রোগ দেখা যায়।যার কারনে আমরা ডাক্তারের কাছে গেলে অনেক রোগের ক্ষেত্রেই তিনি যিনি জিজ্ঞেস করেন বাবা-মায়ের কিংবা পরিবারের অন্য কারও এই রোগ ছিল কিনা।

pixabay

জিনের মাধ্যমেই আমাদের স্বভাব ,গায়ের রং ,উচ্চতা ,চুলের রং, চোখের রং ইত্যাদি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। হয়তো কারো বাবা খুব রাগি ছিলো আর এটা তার সন্তানদের মাঝেও চলে এসেছে ।
অনেক সময় এটা চলতে থাকে হাজার বছর ধরে। নৃতত্ববিদদের মতে ,রাশিয়ার ভলগা নদীর তীর থেকে সোনালী চুল এবং নীল চোখের দীর্ঘদেহী কিছু মানুষ দুটো ধারায় বিভক্ত হয়ে একদল চলে গিয়েছিলো ইউরোপে আর ওপর দলটি চলে এসেছিলো আমাদের ভারতবর্ষে।
আমাদের প্রাচীন ভারতবর্ষের মানুষ দেখতে কেমন ছিল সেটা হরোপ্পা কিংবা মহেঞ্জাদারোর মূর্তি দেখলে কিছুটা ধারণা পাওয়া যায়। তাদের সাথে আমাদের সংমিশ্রনের ফলেই আমরা কেউ ফর্সা ,কেউ শ্যামলা আবার কেউবা কিছুটা কালো ,কারো চোখের রং কালো ,কারো বাদামি ,কারো আবার নীল।

pixabay

আমার এক টিচারের তিন ছেলেমেয়ের মাঝে দেখেছি দুইজনের চোখ নীল , চুল সোনালী এবং গায়ের রং শেতাঙ্গদের মতো ।আবার পাশেই তাদের দূর সম্পর্কের কাজিনদের মাঝে একজন এর চোখ নীল এবং চুল সোনালী। অথচ পরিবারের বাকি সদস্যরা দেখতে শ্যামলা , কালো চোখ ও কালো চুলের।
কিন্তু ওরা কয়েকজন এখনো সেই ভলগা নদী তীরের পূর্বপুরুষদের জিন পুরোপুরিই বহন করে চলেছে।

Which habits transfer to you from your parents, or your children (if any) get the same from you?

আমার বাবা -মা দুজনেই খুব গান শুনতে খুব ভালোবাসতো।এই জিনিসটা পারিবারিক সূত্রে আমি এবং আমার দুই ছেলে সমান ভাবে বহন করে চলছি। আমার বাবা খুব ঘুরে বেড়াতে পছন্দ করতো। বাবার ছুটির দিনগুলোতে আমরা কখনো মদিনা ,কখনো তায়েফ ,জেদ্দা কিংবা মক্কার আশেপাশেই ঘুরে বেড়াতাম।

pixabay

এটা আমি আমার দুই ছেলে এখন করে থাকি দেশের ভেতরেই। অবশ্য আমার হাসবেন্ড বেড়াতে আমার থেকেও বেশি ভালোবাসে। বই পড়ার প্রতি আগ্রহও এসেছে মায়ের কল্যানেই। আমার মা ,মামা খুব ভালো ছবি আঁকতে পারতো কোনো ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই।
আমিও ছবি আঁকতে ভালোবাসি অতো ভালো না পারলেও আর এটা আমার বড়ো ছেলের মাঝেও আছে। ও খুব ভালো ছবি আঁকতে পারে।

Share any of your habits that make you smile, proud to believe the proverb.

ঘরে বাইরে যেখানেই হোক না কেন যখন হেমন্ত মুখোপাধ্যায় ,মুকেশ কিংবা মোহাম্মদ রফির গান কানে আসে অথবা উত্তম সুচিত্রা সেনের মুভি দেখি কিংবা রবি ঠাকুর এর কবিতা ,গান ,উপন্যাস বা শরৎচন্দ্রের বই পড়ি তখন আমার মুখে হাসি ফুটে উঠে আর বুঝতে পারি যে , বাবা -মা এখনো আমার সাথেই আছে।তাদের জিনগত বৈশিষ্ট্যের কারণেই তাদের এই পছন্দগুলি আমার মাঝেও সংক্রামিত হয়েছে।

Do you believe history somehow carries the legacy of our previous generation? Share your opinion.

pixabay

আমি এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের উত্তরাধিকার বহন করে চলেছি। আমি আমার বাবা -মায়ের আবার আমার সন্তানেরা আমাদের বৈশিষ্টগুলি পাচ্ছে। আবার তাদের সন্তানরা তাদের বৈশিষ্ট পাবে আর এভাবে চলতেই থাকবে।
খেয়াল করলে দেখবেন হয়তো কোনো কোনো পরিবারের সদস্যরা কয়েক প্রজন্ম থেকেই ভালো গান গায় কিংবা ভালো হাতের কাজ করতে পারে কিংবা ছবি আঁকতে পারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই। আর এটা সম্ভব হয়েছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জিনের মাধ্যমেই।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @baizid123, @hafizur46n এবং @sifat420 কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Thank You So Much For Reading My Blog