New to Nutbox?

এদেশের বিখ্যাত একটি নদ হচ্ছে "কপোতাক্ষ নদ"

0 comments

sayedabdullah
69
5 days agoSteemit2 min read

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অন্যতম বড় নদ হল কপোতাক্ষ নদ। একটা সময় এই নদীর পানি খুবই সত্য ছিল যার ফলে এর নাম দেয়া হয়েছিল কপোতাক্ষ। আমাদের দেশে বিখ্যাত নদের মধ্য থেকে এই নদ একটি অন্যতম। এই কপোতাক্ষ নদ নিয়ে মাইকেল মধুসূদন দত্তের অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটা সময় ছিল যখন এই নদটি ৭৫০মিটার প্রশস্ত ছিল কিন্তু বর্তমানে প্রায় ১৭০ মিটার মতো চলে এসেছে। আমি কিছুদিন আগে যখন যশোরে বেড়াতে গিয়েছিলাম সেখানে আমি এই কপোতাক্ষ নদকে দেখতে পাই। আমাদের বাড়ি থেকে খুবই কাছে এই নদটি। এই কপোতাক্ষ নদ নিয়ে আমি আপনাদের সাথে আরো অনেক কথা বলেছিলাম, আমাদের বাড়ি থেকে সবচেয়ে নিকটবর্তী নল হচ্ছে এই কপোতাক্ষ নদ এখানে অনেকেই খেলাধুলা করতে আসে এবং অনেকে এসে গোসল করে যায়।

1000038125.jpg

1000038124.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Josshore, Bangladesh
ছবি তোলা
বাহিরে

তখন আমার মন ভালো না থাকে তখন আমি এইখানে এসে বসে থাকি, এখানে এসে বসাটা এটা অন্যরকম অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। ছোটবেলায় যখনই আমি যশোরে বেড়াতে আসতাম বেশিরভাগ সময় আমি এখানে এসে সময় কাটাতাম। কপোতাক্ষ নদ হচ্ছে ভৈরব নদীর একটি শাখা নদী। বাংলার বিখ্যাত একটি নদ ছিল এই কপতাক্ষ নদ। কপোতাক্ষ নদ জোয়ার ভাটার ধারা প্রভাবিত তবে উত্তর-পত্তিস্থল থেকে ঝিকরগাছা পর্যন্ত জোয়ার ভাটার প্রভাব মুক্ত। এই নদটি আগে অনেক বড় ছিল, ধীরে ধীরে আবাসস্থল বেড়ে যাওয়ার কারণে নদীর পাশ দিয়ে বাড়ি ঘর তৈরি করা হচ্ছে, যার ফলে এর প্রশস্ততা ধীরে ধীরে কমতে চলেছে। আমি কয়েক বছর আগে যখন যশোরে বেড়াতে গিয়েছিলাম তখন দেখেছিলাম অনেক বড় প্রশস্ত ছিল, কিন্তু দু'বছর আগে গিয়ে দেখতে পেলাম যে তার দুই পাশ দিয়ে মাটি ফেলে একে আরো কমানো হচ্ছে। এদেশের নদীগুলো ঠিক এভাবেই বিলুপ্ত হয়ে যায়।

Comments

Sort byBest