New to Nutbox?

পুরোটা নীল আকাশ জুড়ে মেঘেদের চলাচল।

4 comments

sayedabdullah
67
last monthSteemit2 min read

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

প্রতিদিনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তবে ভোরে ওঠার চেষ্টা করলেও অতিরিক্ত ঘুমের কারণে উঠতে পারিনা, এইটা জানি যে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠলে শরীরের অনেক শক্তি পাওয়া যায় এবং শারীরিকভাবে অনেক উপকারিতা পাওয়া যায়। আমি অনেকেই জানি যে ভোরের সময় বাহিরের আবহাওয়ায় যেই বাতাসটা প্রবাহিত হয় সে বাতাসটা মনের প্রশান্তির জন্য অনেক বেশি কার্যকরী। প্রতিবারের মতো আমি ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে আমি জানার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। দেখলাম পূর্বদিক থেকে সূর্য অনেকটা উঠে গেছে এবং আকাশে মেঘ ও জমে আছে প্রচুর। সাথে নীল আকাশের আবরণ টা দেখতে খুবই সুন্দর লাগছিল। হাতে ফোনটা নিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। মনে হচ্ছে আজকের দিনটা খুবই সুন্দর হবে।

IMG_20240724_174033_405.jpg

আমি আকাশের একটি ছবি তুলেছি, এই ছবিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এরকম ভর দুপুরে যদি আমি একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারতাম এবং আশেপাশের পরিবেশটা কে যদি উপভোগ করতে পারতাম তাহলে আর নিজেকে অনেক ধন্য মনে করতাম। কিন্তু আফসোস এই ঢাকা শহরে এরকম পরিবেশ পাব কোথায়? ভর দুপুরের এই খাকা রোধের দৃশ্য আমাকে সত্যি খুবই ভালো লেগেছে। এরপর আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই মুহূর্তটাকে উপভোগ করার পরে ভাবলাম এখন একটু শুয়ে বিশ্রাম নেয়া যাক, এরপর আমাকে আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে।

IMG_20240719_151237_762.jpg

For work I use:


ডিভাইস
Helio 30
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

Comments

Sort byBest