আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে শেষে কিছু ভাবলাম যে সারাদিন কি করবো ? সারাদিনে যা যা করবো সব কিছু ভেবে ঠিক করে নিয়েছি। এরপর উঠে হাত মুখ ধুয়ে বসে রইলাম কিছুক্ষণ। হঠাৎ অনুভব করলাম বাহিরে ঠান্ডা বাতাসের। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল, বাইরে দিকে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ দেখলাম নিচে কিছু ছোট বাচ্চারা সকাল সকাল বৃষ্টিতে ভিজছে। এটি দেখার পর আমার ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে গেল, আমার ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে কিন্তু পরে ভাবলাম এই মুহূর্তের বৃষ্টি গুলো শরীরের জন্য খুবই বেদনাদায়ক। বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো।
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আকাশে কালো মেঘ গুলো ধীরে ধীরে চলে যাচ্ছিল, এই চলে যাওয়ার মুহূর্তে তার পেছনের কিছু সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এরপর ধীরে ধীরে পরিবেশটা ঠিক হতে শুরু করল। প্রতিদিনের মতো আজকে সূর্যের কোন ব্যথা পাওয়া যায়নি। মনে হয় না আজকে সূর্য উঠবে। রোদের তাপে বেশ গরম পড়ছিল কিছুদিন ধরে। আর এই গরমের তাপে অনেক মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি খুবই শীতল মনে হচ্ছে। পরিবেশটা এখনো একটু শ্বেতশ্বেতা ভাবে রয়েছে হয়তো আবারও বৃষ্টি আসা সম্ভাবনা রয়েছে।