আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গতকালের দিনটি ছিল শুক্রবার, অর্থাৎ মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের দিন। সাধারণত আমি প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হই না, গতকাল ভাইয়া বলতেছিল যে বাইরে ঘুরতে যাবে। আমাকেও যাওয়ার জন্য বলেছে, কিন্তু আমি প্রথমে রাজি হইনি। কারণ বাহিরে আবহাওয়াটা খুবই খারাপ ছিল। পুরো আকাশ জুড়ে কালো মেঘ ভেসে বেড়াচ্ছিল, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। আর বেশ কিছুদিন ধরে বাহিরে প্রচন্ড বাতাস বইছে। এরপর ভাবলাম সারাদিন তো ঘরেই বসে থাকি আর যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তো সে ক্ষেত্রে বাহিরে ঘুরতে যাওয়াটা মোটেও খারাপ হবে না। আর ঘরে বসে থাকার চেয়ে বাহিরে ঘোরাঘুরি করা শরীরের জন্য অনেক বেশি ভালো।
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
সবকিছু প্রস্তুত করে আমরা বাসা থেকে বের হলাম বাহিরে ঘুরার উদ্দেশ্যে। জায়গাটা ছিল একটি শহীদ বুদ্ধিজীবী। সাধারণত এটি একটি খোলামেলা পার্কের মত, এখানে সবাই খেলাধুলা করতে আসে কেউ কেউ এক্সারসাইজ করতে আসে কেউ কেউ প্রেম করতে আসে। শহীদ বুদ্ধিজীবীতে ঢুকতেই অনেক মানুষের ভিড় দেখতে পেলাম, বুঝে যাচ্ছে যে সবাই এখানে ঘুরতে এসেছে। এরপর আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম। আমি চারিপাশের অনেক কিছু ছবি তুলে নিয়েছি। প্রচন্ড মানুষের ভিড় যার কারণে সবকিছুই কেমন যেন অস্বস্তিকর লাগছিল। এরকম প্রকৃতি খোলামেলা জায়গায় একা ঘুরতে আসলে খুব ভালো অনুভব করা যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের ফাঁকা সময় কোন খোলামেলা জায়গায় প্রকৃতির মাঝে নিজের মানসিক শান্তিটা খুঁজে বেড়াতে।