||এসো নিজে করি Diy||🥜🥜বাদামের খোসা দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি🥜🥜।প্রিয়@shy-fox 10% beneficiary।

santa14 -
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।।।আজকের দিনটাই অনেক রৌদ্র ছিল তাও প্রচুর পরিমানে ঠান্ডা। আজকে সকাল ১০ টা থেকে ৩ পর্যন্ত বাহিরেই চলে গেলো।ব্যাংক থেকে আম্মুর টাকা তুলে আম্মুর ওষুধ কিনে এরপর আবার বাজার করেছি।আপনারা বলতে আমি মেয়ে হয়ে বাজারে যায় কেনও?আসলে আমার ছোট ভাই আছে সে তেমন বুঝে না। আর আমার বড় ভাই বা বাবা কেউ নেই তাই, আর আম্মুরও বসয় হয়েছে। আমি ছাড়া তেমন কেউ নেই ও সেই জন্য বাজারে যাওয়া।

আজকে আপনি আপনাদের সাথে চলে এলাম একটি DIY পোস্ট নিয়ে।ফেলে দেওয়া বাদামের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।আমি সবার তেমন ভালো diy পোস্ট করতে পারি না। আমার কাছে অনেক বেশি কাছে বেশি ভালো লাগে রান্না করতে। নতুন নতুন রেসিপি তৈরি করতে, এবং আপনাদের সাথে তা ভাগ করে নিতে। আবার এটাও ভালো লাগে না যে সব সময় রেসিপি না দিয়ে অন্য কিছু দেওয়ার ও চেষ্টা করি। আর আমি এটা সব সময় মানি যে চেষ্টা করলে কেউ হারতে পারে না,পুরো ভালো না হলেও একটু ভালোও হয়।আশা করি আপনাদের কাছে ও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি ওয়ালমেট ধাপে ধাপে।

বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি

উপকরণ সমূহ
১.সাদা ও কালো কাগজ
২.পোস্টার নীল রঙ
৩.পোস্টার সবুজ রঙ
৪.পোস্টার লাল রঙ
৫.রঙ তুলি
৬.আঠা
৭.সবুজ সুতা

প্রস্তুত প্রণালীঃ-

১নং ধাপ

প্রথমে আমি বাদামের ২০ টি খোসা নিয়ে নিলাম। এরপর পোস্টার লাল রঙ নিয়ে তুলি দিয়ে বাদামের খোসায় রঙ করে নিবো।

২নং ধাপ

এবার আরো পাঁচ টি বাদামের খোসা নিয়ে পোস্টার রঙ নীল নিয়ে ভালো ভাবে রঙ করে শুকানোর জন্য রেখে দিলাম।

৩নং ধাপ

এখন আবার আরো আটটি বাদামের খোসা নিয়ে নিবো। এরপর পোস্টার সবুজ রঙ দিয়ে রঙ করে নিবো।

৪নং ধাপ

এবার তিনটি রঙের বাদামের খোসা এক সাথে নিয়ে নিলাম। এরপর পাঁচ মিনিট রেখে ছিলাম শুকানোর জন্য।

৫নং ধাপ

এখন আমি আগে থেকেই সাদা কাগজ এর সাথে কালো কাগজ আঠা দিয়ে লাগিয়ে রেখে ছিলাম। এবার প্রথমে একটি বাদামের খোসা নিয়ে আঠা লাগিয়ে দিবো। এরপর আঠা লাগানো বাদামের খোসা সাদা কাগজে লাগিয়ে দিবো। মাঝখানে নীল ও চার পাশে লাল দিয়ে দিবো।

৬নং ধাপ

৭নং ধাপ

৮নং ধাপ

এখন সবুজ রঙের সুতা নিয়ে নিবো। ফুলের ডালের জন্য পাঁচ টি টুকরো করে কেটে নিবো সবুজ সুতা।

৯নং ধাপ

এখন আঠা দিয়ে সুতা লাগিয়ে নিবো,চলুন দেখে আসি ধাপে ধাপে।

১০নং ধাপ

১১নং ধাপ

এখন শেষ হলো আমার বাদাম খোসা ফুলের ডাল দেওয়া। এবার আবার আঠা দিয়ে সব গুলো পাতা লাগিয়ে দিবো।

১২নং ধাপ

এখানেই শেষ হলো আমার এই বাদামের খোসার ওয়ালমেট টি।

আশা করি আমার আজকের এই বাদামের খোসা দিয়ে তৈরি ওয়ালমেটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। সবার শেষে এই ওয়ালমেট এর সাথে একটি সেলফি তুলে নিলাম।

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।

ধন্যবাদ সবাইকে।

@santa14