"I achieved the pathway to evolving first dolphin."

sampabiswas -
Edited by canva

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলকে জানাই সুপ্রভাত।

আজ আমার জন্য একটি অনেক বড়ো দিন। কারনটা বলার আগে নিজের মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। কথায় আছে সব খারাপের মধ্যেও কোনো না কোনো ভালো লুকিয়ে থাকে। লকডাউন আমাদের সকলের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছিলো। একদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আর অন্যদিকে লকডাউন।

হঠাৎ করেই সবকিছু বন্ধ। জীবনে প্রথমবার একটা এন. জি. ও তে একটা চাকরি করতে শুরু করেছিলাম। কিন্তু এক বছর যেতে না যেতেই অফিস বন্ধ হয়ে গেলো। কিন্তু যেমন বললাম সব খারাপের পিছনে হয়তো কিছু না কিছু ভালো থাকে। অফিস বন্ধ হলেও শেষ হয়নি একটি নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। অফিসে সবার অলক্ষ্যে কবে, কিভাবে জানিনা আমার টিম লিডার আমার মায়ের মতো হয়ে উঠলেন।

হ্যাঁ ব্যক্তিগত জীবনে আমি তাকে মায়ের মতোই ভালোবাসি কিন্তু কর্মজীবনে তার ভূমিকা একেবারেই আলাদা। আর কিভাবে ব্যক্তিজীবন ও কর্মজীবনকে ব্যালেন্স করতে হয় সেটাও আমি তার থেকেই প্রতিনিয়ত শিখছি।

অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি, হ্যাঁ তিনি আমাদের অ্যাডমিন ম্যাম @sduttaskitchen

২০২০ সালের আগে "ব্লকচেন" শব্দটির সাথে আমার বিন্দুমাত্র পরিচয় ছিলো না। @rme দাদার হাত ধরে সুনীতা ম্যাম স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হন। তার কিছু মাস বাদে ম্যামের হাত ধরে ও দাদার সাহায্যে, আমিও এই প্ল্যাটফর্মে যুক্ত হই। একদম নতুন এক অভিজ্ঞতা।

শুরুর দিকে হয়তো সব কাজেই একটা অজানা ভয় কাজ করে। আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে কাজটাকে আরও ভালো ভাবে বোঝার জন্য আমি বহুবার ম্যামের কাছে গিয়েছি। অনেক নতুন কিছু শিখেছি। এখনও শিখে চলেছি। আর কখন যেন এই কাজটি আমার ব্যক্তিগত জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। এক অন্য ধরনের ভালোলাগা জন্মেছে এই প্ল্যাটফর্মের প্রতি।

কিন্তু যেমনটা আপনারা সকলেই জানেন, জীবনের সকল সময় কিন্তু সমান ভাবে কাটে না। ভালো-মন্দ মিলিয়ে কিন্তু আমাদের সকলের জীবন। সেটা ব্যক্তি জীবন হোক বা কর্মজীবন।

ঠিক তেমন ভাবেই একটা সময় এই প্লাটফর্মে কাজ করতে গিয়ে আমরা অনেক খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। তবে খারাপ সময়ে থেমে না থাকার শিক্ষাটাও কিন্তু আমি আমাদের ম্যামের থেকেই পেয়েছি এবং তার কথা অনুসরণ করেই, আমি আমার ভালোলাগা থেকে কাজটা নিয়মিত করে গিয়েছি।

যখনই খারাপ লেগেছে, আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলে দুজন দুজনকে মোটিভেট করেছি, এই কাজটি করে যাওয়ার জন্য। আর কোথাও না কোথাও তখন আমরা থেমে যায়নি বলেই, আজকে আমাদের এই ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটি তৈরি হয়েছে।

কিন্তু সেদিন যদি আমরা দুজনেই হার মেনে নিতাম, তাহলে হয়তো আজকে আপনাদের সামনে আমি আমার এই পোস্ট শেয়ার করতে পারতাম না। কারণ আমার পথ চলা সেই সময়ে সমাপ্ত হয়ে যেতো।

আজ দীর্ঘ প্রায় তিন বছর আমি এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছি এবং আগামীতে যত বছর সম্ভব আমি শুধুমাত্র এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে চাই। তবে কেবলমাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্যে, আমি এই প্লাটফর্মে যুক্ত রয়েছে এমনটা নয়। এখন এটা আমার ব্যক্তি জীবনের অনেক অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছে।

কারণ আমাদের জীবনে এমন অনেক কথা থাকে যেগুলো অনেক সময় আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সেগুলোকেই লেখার মাধ্যমে উপস্থাপন করলে, আমাদের মন কিছুটা হালকা হয়।

পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেট

বলতে পারেন সেই রকম ভালোলাগা থেকেই কাজ করতে করতে, আজকে আমার জীবনে এই আনন্দের দিনটি এসেছে। আজকে আমার আপনাদের সকলকে জানাতে ভালো লাগছে যে, আজ প্রায় তিন বছর বাদে আমি প্রথম ডলফিনে পৌছাঁলাম। পথটা খুব সহজ ছিলো বলবো না, তবে আজকে এই পর্যন্ত পৌঁছে অনেক আনন্দ হচ্ছে।

১০০ স্টিম পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেট

একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে মনের ভিতরে , যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারবেন, যারা আমার মত অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক খারাপ পরিস্থিতি, অনেক খারাপ ঘটনা, অনেক খারাপ লাগা মেনে নিয়েও এই প্লাটফর্মে নিজেকে যুক্ত রেখেছেন।

তবে নিজস্ব অভিজ্ঞতা থেকে একটা কথা অবশ্যই আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই, যদি আপনি সৎ হন, যদি আপনি সঠিক পথে নিজের কাজ করেন, তাহলে অবশ্যই খারাপ সময় পিছিয়ে আসবেন না। কষ্ট করে, ধৈর্য ধরে, অপেক্ষা করুন, ভালো সময় অবশ্যই আসবেই। যেমন আমার এসেছে।

এই প্লাটফর্মে অনেকের কাছ থেকে, অনেকের পোস্ট পড়ে, আমি অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে চাই। এই কারণেই আমি এই প্লাটফর্মে সেই সকল ব্যক্তির কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার কাজের প্রশংসা করেছেন বা আমার কাজের ত্রুটি ধরেছেন। আপনাদের জন্যই আমি নতুন কিছু শিখতে পেরেছি।

আমার এই পথ চলায় আমার পাশে থাকার জন্য আমি আমাদের অ্যাডমিন ম্যামের সাথে সাথে, @piya3 দিদিকেও ধন্যবাদ জানাই কারন, ব্যক্তিগত জীবনে আমার বাবা এবং ঠাকুরমা দুজনকে নিয়েই যখন আমি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন এই কমিউনিটির কাজে তিনি আমার হয়ে অনেক সাহায্য করেছেন, যার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।

আজকে প্রথম ডলফিনে প্রবেশ করে আমি সত্যিই আনন্দিত। এই ভাবেই ধীরে ধীরে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে কাজ করে যেতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারাও আপনাদের লক্ষ্য স্থির করে, সততার সঙ্গে কাজ করতে থাকুন।

আর অবশ্যই এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, একদিন আপনাদেরও অবশ্যই লক্ষ্য পূরণ হবে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ🙏। আপনাদের সকলের আজকের দিনটা অনেক ভালো কাটুক, এই প্রার্থনা রইল।