নারিকেল এর পাতা দিয়ে ঝুড়ি তৈরী By|@salmanabir|১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

salmanabir -
আচ্ছালামুয়ালাইকুম সবাইকে


আশা করি প্রিয় মানুষ গুলো আপনার
পরিবারের সদস্যদের নিয়ে ভালোই আছেন।আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে বেশ ভালো আছি।এখনকার সময় গুলো আমার এমন মনে হচ্ছে রাত শেষ হলেই মনে হয় কঠিন সময় চলে আসছে।চারিদিকে কোলাহল এবং হাহাকার লেগে আছে। আল্লাহ আমাদের এই সকল আজাব এবং বিপদ থেকে রক্ষা করুক।

আজকে আমি আপনাদের মাঝে নারিকেল এর পাতা দিয়ে বানানো একটি ঝুড়ি শেয়ার করব।কাগজ দিয়ে সবাই বানায় তাই আমি একটু ভিন্ন চিন্তা করলাম।তবে জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু এই ঝুড়িটি বানাতে আমার অনেক সময় চলে গেছে। প্রথম প্রথম কাজ করলে একটু কঠিন মনে হবে এবং সময় বেশী এটা স্বাভাবিক।স্বার্থকতা তখনী আসবে যখন আপনারা সবাই সাপোর্ট করবেন। তখন ক্লান্তি আনন্দে পরিনত হয়ে যাবে।সো আর কথা না বারিয়ে মূল ধাপে চলে যাই।


যে উপকরণ আমার দরকার ছিল

আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি


আমি নারিকেল গাছ থেকে ৫ টি পাতা ছিড়ে নিয়ে আসলাম,বেশী বড় বানাবো না তাই আমি ৫টি পাতা দিয়েই কাজ করছি।আপনি চাইলে বেশী পাতা নিয়েও করতে পারবেন

পাতাগুলোর শলা সরিয়ে নিলাম এবার পাতা হলো ১০টি এবং প্রতিটা পাতা সাইজ করে নিলাম,প্রতিটা পাতার সাইজ লম্বা একই রাখতে হবে। ছোট বড় হলে কাজ করে আরাম পাওয়া যাবে না এবং কাজের ফিনিশিং ভালো হবে না

প্রতিটা পাতার মাথায় দিক থেকে আড়াআড়ি ভাবে কেটে দিব মোটামুটি প্রতিটা পাতার সাইজ জেন ঠিক হয়।ঠিক ছবিতে যেমন দেখতে পারছেন তেমন ভাবেই কাটব

এইবার বুনব প্রথম অবস্থায় দুইটা পাতা নিব দুইটি পাতা দুইভাবে রাখব মানে ব্যাপারটা এমন আগা মাথা একই দিকে রাখব না। এরপর আরেকটি পাতা নিব ঐ দুই পাতার মধ্য দিয়ে একবার আনব এবং উপর দিয়ে একবার

১০ টি পাতা ব্যবহার করার পর এতো বড়ো হইছে,এবার অন্য ধাপে দেখাব বাকি কাজ গুলো,কি ক্লান্ত হয়ে যাচ্ছেন নাতো আর একটু পরেই ফিনিশিং হবে

এবার আমি গোল করে নিব দেন অতিরিক্ত অংশ পাতা দিয়ে আবার বুনে দিব আমাদের উদ্দেশ্য গোল করা

গোল করার পরে আবার বুনন করে দিব যত বুনব ততোই শক্ত হবে এবং দেখার সৌন্দর্য ও বেড়ে যাবে।এই পর্বে বুনন করা খুবই সহজ কেননা পাতার গ্যাপে গ্যাপে ডুকিয়ে দিলেই হয়ে যায়

ঝুড়ির নিচের অংশের কাজ হয়ে গেলো,চলুন এবার পরবর্তী ধাপে নিয়ে যাবো আশা করি এই ধাপ দেখলেই আপনি বুজতে পারবেন যে কিভাবে ঝুড়ি তৈরী হয়

এইবার নিচের পাতাগুলো বুনন করে উপরের দিকে উঠাব,প্রতিটা পাতাই আবার বুনন করে উপরে উঠাব আর এটাই উপরে উঠানোর শেষ ধাপ

পাতাগুলো উপরে উঠানোর পরে মাত্র চারটি পাতা রাখব বাকিগুলো সব কেটে দিব

বুনন করার শেষ ধাপ পাতাগুলো আবার নিচের দিকে বুনন করে দিব,বুনন করার পরে যদি অতিরিক্ত অংশ থাকে তা কেটে দিব

হয়ে গেলো আমার পরিশ্রম এর ফল,আসলে মন দিয়ে কাজ করলে কোন কিছুতেই বাধে না।যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে মনে করি কেউ আটকাতে পারে না। বন্ধুরা আপনাদের দেখানোর মতো আমার এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে।

ঝুড়ি মেকার@salmanabir
ক্যামেরাশাওমি রেডমি নোট৫

এতো সময় সাথে ছিলাম আমি @salmanabir গ্রাজুয়েশন শেষ করে কোন জবের পিছনে না ঘুরে একজন উদ্যোগতা হয়েছি। আপনাদের সাথে আছি বরিশাল থেকে ।

         ★আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ★