সহজ পদ্ধতিতে রঙ্গিন কাগজ ব্যবহার করে অরিগামি বিড়াল এর মুখ তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

sadiahaque -

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রচন্ড রোদের তাপে অতিষ্ঠ হয়ে কোন কাজেই যখন শান্তি পাচ্ছিলাম না তখনি নিজের পছন্দের কাজ নিয়ে একটু বসে পড়লাম। আর সে পছন্দের কাজটি হচ্ছে রঙিন কাগজের কাজ।
কিন্তু প্রচন্ড গরমে সে কাজটিও করতে অনীহা লাগছিলো তাই খুব কম সময়ে কি বানানো যায় সেটা খুঁজে বের করলাম। রঙিন কাগজ দিয়ে খুবই কম সময়ে একটি বিড়ালের মুখের অরিগামি তৈরি করে নিলাম।
বিড়ালের মুখের অরিগামি কিভাবে তৈরি করলাম এর প্রতিটি ধাপ এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করবো।

প্রয়োজনীয় উপকরণ

১. রঙিন কাগজ
২.কলম


প্রস্তুত প্রণালী

ধাপ-১

স্কয়ার মাপ এর একটি গোলাপী রংয়ের কাগজ নিয়েছি।

ধাপ-২

কাগজটিকে কোনাকুনি ভাবে মাঝখানে ভাজ করেছি। তারপর ভাঁজ এর দাগ বসিয়ে নিয়ে ভাজ খুলে দিয়েছি।

ধাপ-৩

কাগজটি কোনাকুনি ভাবে রেখেই উপরের এক কোন থেকে মাঝখানের ভাঁজ এর দাগ পর্যন্ত কাগজ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

পূর্বের দেয়া মাঝখানের ভাজে আবারো ভাঁজ করেছি।

ধাপ-৫

এবার পাশাপাশি মাঝখানে ভাজ করেছি এবং ভাঁজের দাগ বসিয়ে নিয়ে আবারো ভাঁজ খুলে দিয়েছি।

ধাপ-৬

মাঝখানে যে ভাতের দাগ রয়েছে সে দাগ পর্যন্ত দুই পাশ থেকে কোনাকুনি ভাবে কাগজ ভাজ করে এনেছি।

ধাপ-৭

এবার কাগজটির ওপর থেকে সামান্য পরিমাণ কাগজ ভাজ করেছি।

ধাপ-৮

এবার উপরের অংশের কাগজ দুটো উপরের দিকে চিত্রের মত করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

নিচের দিকে সামান্য একটু কাগজ উপরের দিকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১০

এবার কাগজটি উল্টিয়ে নিয়েছি।

ধাপ-১১

এবার কলমের সাহায্যে বিড়ালের মুখ, চোখ, গোঁফ এঁকে দিয়েছি।

এভাবেই কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে একটি বিড়াল এর মুখ এর অরিগামি তৈরি করে নিলাম।


রঙিন কাগজ দিয়ে বানানো অরিগামি বিড়াল এর মুখ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাইকেই অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য।
ভালো থাকবেন সবাই।শুভ কামনা রইলো সকলের জন্য

চিত্র উঠানোর জন্য ব্যবহৃত ডিভাইসTecno spark 5 pro