ফটোগ্রাফি : কলার মোচার ফটোগ্রাফি।

sadia7 -

🤗হ্যালো
[Beauty of Creativity]
সকল বন্ধুরা 🤗

কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ এবং ভাল থাকুন এটাই কামনা। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আমি প্রতিদিন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য চেষ্টা করি। আশা করব আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

আজকে আমি আপনাদের সকলের মাঝে শেয়ার করব অনেক সুন্দর এবং সকলের পছন্দের একটি খাবারের ফটোগ্রাফি। আজকের ফটোগ্রাফি গুলো হচ্ছে কলার মোচার ফটোগ্রাফি। কলার মোচা খেতে আমার অনেক ভালো লাগে। কলার মোচা বিভিন্নভাবে খাওয়া যায়। যেমন আমরা বিভিন্নভাবে মেখে খেয়ে থাকি এই কলার মোচা। আবার অনেকে এই মোচা দিয়ে ভর্তা তৈরি করে। তারপর ভাত দিয়ে খেয়ে থাকি। বিশেষ করে গরম ভাতের সাথে এই মোচা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার অনেক ভালো লাগে এই মোচার খাবার। সেটা হোক ভর্তা কিংবা মেখে খাওয়া জিনিস। আচার দিয়ে মেখে খেতে অনেক বেশি দারুন লাগে আমার কাছে। আমাদের ঘরের পাশে একটি গাছের মধ্যে আমি এই মোচাটি দেখতে পেলাম। এরপর আমি ভাবলাম মোচা টি পেড়ে খাবো। তখনই মনে উঠল কিছু ফটোগ্রাফি করার কথা। এরপর আমি কিছু ফটোগ্রাফি করলাম এবং আপনাদের মাঝে ভাগ করে নিলাম। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে ফটোগ্রাফি গুলো।

🕯️ বিবরণ🕯️

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাrealme7i
পোস্ট তৈরি@sadia7
লোকেশনবাংলাদেশ

Camera : realme7i
photo by @sadia7
https://w3w.co/subsistence.elation.lifts


VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


সবাই খুব ভালো এবং সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত।
💖ধন্যবাদ সবাইকে 💖