টার্গেট ডিসেম্বর সিজন-৩-পাওয়ার বৃদ্ধি ১০ স্টিম।

sadia7 -

হ্যালো প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম। আমি আশা করি সবাই আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। এছাড়াও পাওয়ার আপ করলে একাউন্টের ভালুয়া ও বৃদ্ধি পায়। এজন্য আমি আজকে চলে এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে। আমার বাংলা ব্লগের সবাই অনেক বেশি পাওয়ার বৃদ্ধি করছে। সবাইকে দেখে আমি নিজেও অনেক উৎসাহিত হয়েছি। এইজন্য আমি আজকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। আশা করি আপনাদের সবার দোয়ায় আমি আমার টার্গেট আস্তে আস্তে তা পূরণ হবে।

আজ আমি পাওয়ার আপ করেছি দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। এ প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার বৃদ্ধি করাটা অনেক বেশি দরকার। এজন্য আমি চিন্তা করেছি প্রতি সপ্তাহে আমি একটি করে পোস্ট করার চেষ্টা করব। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মনে করি এই প্লাটফর্মে এগিয়ে যেতে হলে পাওয়ার আপেলের গুরুত্ব অনেক বেশি। আর এটা কিন্তু আমার জন্য অনেক ভালো একটি পদক্ষেপ। কারণ একটু একটু করেই আমি অনেক বড় একটা এমাউন্টে পরিণত করতে পারবো। আমি মনে করি যে কোন কিছু বিন্দু থেকেই সিন্দু হয়। এই ক্ষেত্রে পাওয়ার আপের মাধ্যমেও কিন্তু ছোট থেকে বড় এমাউন্টে পরিণত হবে। আস্তে আস্তে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আশা করি।

ধাপ -১

প্রথমে আমি আমার নিজের ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। এরপরে আমি স্টিম অপশনে গিয়ে পাওয়ার আপ অপশনে গিয়েছি।

ধাপ -২

এরপরে আমি কত পাওয়ার বৃদ্ধি করব তার একটা এমাউন্ট বসিয়ে দিলাম। এখান থেকেও আমি একটা স্ক্রিনশট নিয়েছি।

ধাপ -৩

এরপরে আমি নেক্সট অপশন এ ক্লিক করব। এরপরে আমি একটিভ কি দিয়ে পাওয়ার আপ করে ফেলব।

আজকে আমি পাওয়ার বৃদ্ধি করেছি। আশা করছি প্রতি সপ্তাহ পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করব। উপরে আমি কিভাবে পাওয়ার বৃদ্ধি করেছি তা ধাপে ধাপে তিনটা স্ক্রিনশট দেখিয়েছি। বর্তমানে আমার টার্গেট হচ্ছে ৫০০০ এসপি মানে প্রথম ডলফিন হওয়া। আর আমি মনে করি আমি আস্তে আস্তে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। নিজের লক্ষ্যে পৌঁছাতে পারলে ভীষণ আনন্দিত হবে। সবার কাছ থেকে উৎসাহ পেলে আরো বেশি আনন্দিত হব। যিনি আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন আমাদের সুমন ভাই, তাকে অনেক বেশি ধন্যবাদ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।