New to Nutbox?

নাটক রিভিউ:- জাঁদরেল বউ

13 comments

sabus
67
8 months agoSteemit6 min read

"আসসালামু আলাইকুম"

আজকে আমি Incredible India কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। যখন একটু সময় পাই তখনই নাটক দেখার চেষ্টা করি, বিশেষ করে বাংলাদেশের নাটক দেখতে আমি অনেক পছন্দ করি। আজকে আমি দারুন একটি নাটক রিভিউ সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।

IMG_20231127_144454.jpg

🍁নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:🍁

নামজাঁদরেল বউ
পরিচালনাশাখাওয়াত শীবলি
রচনাস্বাধীন শাহ
চিত্রগ্রহণআসাদুজ্জামান আসাদ
অভিনয়েআ.খ.ম হাসান, মৌসুমী হামিদ, এবং আরো অনেকে
দৈর্ঘ্য৪০ মিনিট ৩৯ সেকেন্ড
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

চরিত্রেঃ

  • আ.খ.ম হাসান- বকর
  • মৌসুমী হামিদ- ফুলি

কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2023-11-27-14-06-16-454_com.google.android.youtube.jpg

শুরুতেই দেখা যায় ফুলি একটা দোকানদার আর সেখানে কিছু বকাটে ছেলে আসে আর ফুলিকে বলে কিরে ফুলি চাঁদা ও দেস না ফুর্তি দেস না তখন ফুলি বলে দারা চাঁদাও দিচ্ছি ফুর্তিও দিচ্ছি এই বলে একটা দ্যা নিয়ে তাদের দৌড়ানি দেয়। আর ওখানে বসে ছিল বকর সেও এটা দেখে ভয় পেয়ে তাদের সাথে দৌড়ানি দেয়। ফুলি বাকিদের ধরতে না পারলেও বকরকে ধরতে পারে আর বলে আপনি দৌড়াচ্ছেন কেন বকর বলে আমি ভয় পেয়ে দৌড়ানি দিয়েছি।

Screenshot_2023-11-27-14-08-31-910_com.google.android.youtube.jpg

তারপর দুজনে কিছু সময় কথা বলে আর বকর বলে, আপনি কি বিয়ে করেছেন? ফুলি বলে না কিন্তু কেন? বকর বলে আমি আপনাকে বিয়ে করব আমার একটা জাঁদরেল বউ দরকার। পলি এটা শুনে বকর কে আবার দৌড়ানি দেয়।

Screenshot_2023-11-27-14-08-47-777_com.google.android.youtube.jpg

বকর সেখান থেকে দৌড়ে চলে আসে আর সামনে দেখা পাই একটা দালানের সে বকরকে বলে তার বাড়ি ভিটা বিক্রি করতে। তা না হয় তার বোনের কোন ক্ষতি হলে সেটার দায়ভার সে নিবে না। বকর বলে আমরা অসহায় আমাদের উপর এত নির্যাতন। আমার চাচাতো ভাই চায় আমরা যেন এখানে না থাকি তার কাছে বাড়ি ভিটা বিক্রি করে আমরা এখান থেকে চলে যায়। বকর সেটা বলে সেখান থেকে চলে যায় বাড়িতে।

Screenshot_2023-11-27-14-12-41-079_com.google.android.youtube.jpg

বকর বাড়িতে যেয়ে দেখে তার চাচাতো ভাইয়ের বউ তার বোনকে অনেক কথা শোনাচ্ছে আর বলতেছে বাড়ির ভিটা বিক্রি করে চলে যেতে। সেই সাথে বকরের ভাইও বলতেছে তোরা সারাদিন বাইরে থাকিস নষ্টামি করিস তোদের জন্য আমরা এলাকার মানুষজনকে মুখ দেখাতে পারি না। তোরা বাড়ি বিক্রি করে চলে যা।

পরে বকর ও তার বোন রুমের ভিতরে যেয়ে দুজনে কথা বলে আর একপর্যায়ে বকরের বোন বলে ভাইয়া তুমি কি জাঁদরেল বউ খুঁজে পাইছো। বকর বলে আজকে একটা পাইছিলাম খুবই তেজী অনেক পাওয়ারফুল কিন্তু মনে হয় কাজ হবে না। বকরের বোন বলে এমন ভাবি আমার দরকার তুমি কাল একবার আমাকে নিয়ে যাও আমি যে কথা বলে দেখি। পরে চলে যায় সেই ফুলির কাছে।

Screenshot_2023-11-27-14-13-20-071_com.google.android.youtube.jpg

ফুলির কাছে যেয়ে দেখতে পারে সে ফুলি হচ্ছে বকরের বোনের বান্ধবী। তখন বকরের বোন সবকিছু খুলে বলে তাদের চাচাতো ভাই বাড়ি থেকে বের করে দিতে চায় সব কিছু বলে এবং বলে তার ভাইকে বিয়ে করতে। ফুলি সবকিছু শুনে বলে আমি একজনের সাথে প্রেম করি আগামী মাসে বিয়ে করবো। তাই আমি তোর ভাইকে বিয়ে করতে পারবো না।

Screenshot_2023-11-27-17-01-04-423_com.miui.videoplayer.jpg

অনেক বুঝিয়ে তাকে বলে তাদের বাসায় তিন দিনের জন্য ভাড়াটিয়া বউ হয়ে যেতে। এবং তাদের চাচাতো ভাই ভাবিদের একটু শিক্ষা দেবে। পরে বকর তাকে বউ হিসাবে নিয়ে যায় তাদের বাসায়। যাওয়ার পর তার ভাবি দেখে কথা শোনাতে থাকে সে বুঝতে পারে না বকর বিয়ে করছে। পরে বকরের বোন বলে এটা আমার ভাবি এটা শুনে তার ভাবি তার ভাইকে ডাক দেয়। এবং তার ভাই ভাবিকে তখনই উচিত শিক্ষা দেয় ফুলি।

Screenshot_2023-11-27-14-28-33-499_com.google.android.youtube.jpg

পরে একদিন বকরের ভাই ভাবি ফুলি কে বলে তাদের বাড়ি বিক্রি করে দিতে তখন ফুলি বলে হ্যাঁ বিক্রি করব আপনারা কি কিনতে পারবেন আমাদের বাড়ি। তখন বলে হ্যাঁ পারব তাহলে ৭০ লাখ টাকা লাগবে আমাদের বাড়ির ভিটা কিনতে।। তখন তারা বলে এই বাড়ির দাম ৭ লাখ টাকা, তুই ৭০ লাখ টাকা চাস কেন। তখন ফুলি বলে আমরা তো এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব এর দাম কে দিবে, জান আরো ১০ লাখ টাকা কম দিবেন। এটা বলে তারা রুমে চলে যায়।

Screenshot_2023-11-27-14-28-48-521_com.google.android.youtube.jpg

পরে বকরের ভাই ভাবি সেই এলাকার দালালের কাছে যায় এবং তাদেরকে ১ লাখ টাকা দিতেও চায় তার বিনিময়ে বকর যেন বাড়িটা খালি করে চলে যায়। তখন সেই দালাল ঠিক আছে কাজ হয়ে যাবে। আর বলে বকর যখন বাড়িতে আসবে তখন আমাকে একটা ফোন দিয়ে তোমার বাড়ি থেকে চলে যাবা।

Screenshot_2023-11-27-14-29-44-234_com.google.android.youtube.jpg

পরে একদিন বকরের ভাই সেই দালালকে ফোন দিয়ে তারা বাড়ি থেকে চলে যায়। পরে সেই দালাল যায় বকরকে বাড়ি থেকে বের করে দিতে। যে সে জাঁদরেল বউয়ের পালাই পারে আর সেই দালালো দৌড়ানি খায় বকর ও তার বউয়ের।

Screenshot_2023-11-27-14-30-00-000_com.google.android.youtube.jpg

ফুলি একদিন বকরকে বলে এখন তো তোমার ভয় নাই তুমি অনেক সাহসী হয়ে গেছো। আমি এখন চলে যাই তখন বকর বলে না তোমার মত সাহসী একটা বউ আমার দরকার তুমি আমাকে বিয়ে করে থেকে যাও। এটা বলে বকর সেখান থেকে চলে যায়।

Screenshot_2023-11-27-14-30-13-129_com.google.android.youtube.jpg

তারপরের দিন বকরের ভাই ভাবি এসে দেখে বকররা এখনো বাড়িতে আছে সেটা দেখে তারা একটু ভয় পেয়ে যায়। তখন বকর তাদেরকে বলে তোমরা কই গেছিলা তারা বলে শ্বশুরবাড়িতে গেছিলাম। আর বলে ভাইরে তোর ভিটা আমরা কিনবো না আমাদেরকে মাফ করে দিস।

Screenshot_2023-11-27-14-30-47-336_com.google.android.youtube.jpg

পরে একদিন ফুলিকে তার প্রেমিক ফোন করে আর বলে তুমি তো বকরকে বিয়ে করছো আমি আর তোমাকে বিয়ে করব না। পরে দুজনের মধ্যে ঝগড়া হয়ে ফুলির সেই প্রেম ভেঙ্গে যায়। তখনই বকরের বোন তার কাছে আসে আর তখন ফুলি বলে জুয়েলকে না করে দিছি আর তোর ভাবি ওর জন্য রেডি হয়ে আছি।

Screenshot_2023-11-27-14-31-00-128_com.google.android.youtube.jpg

পরে বকরকে এই কথা বললে বকর বলে না আমি বিয়ে করব না। আমি এরকম জাঁদরেল মেয়েকে বিয়ে করবো না। আমি বিয়ে করবো লক্ষী মেয়েকে এটা শুনে ফুলি অনেকটা মন খারাপ করে। আর এই কথা তখন বকরের ভাই ভাবী শুনতে পারে যে তারা আসলে বিয়ে করে নাই তাকে ভাড়া হিসাবে নিয়ে এসেছিল।

IMG_20231127_143456.jpg
IMG_20231127_143435.jpg

পরে ফুলি একদিন মন খারাপ করে বসে ছিল তখন বকর যেয়ে বলে আমি লক্ষী মেয়ে বিয়ে করবো জাঁদরেল না আর তোমার মধ্যে সেই লক্ষী গুণটা রয়েছে সেটা শুনে ফুলি অনেক খুশি হয়। আর তারা দুজন অবশেষে এক হয়ে যায়।

সব স্ক্রিনশর্ট: ইউটিউব থেকে নেওয়া

👍ব্যক্তিগত মতামত:👍

এই নাটক থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। বর্তমানে সমাজে যে মানুষ যত সহজ ভাবে চলতে চায় তাকে মানুষ তত বিপদে ফেলাতে চায়। তাই সব সময় নিজের মধ্যে সাহস রাখতে হবে। প্রতিবাদ করা শিখতে হবে তাহলে মানুষ ক্ষতি করতে ভয় পাবে। এরকম অনেক কিছু নাটকের মধ্যে ফুটে তুলেছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

ব্যক্তিগত রেটিং:

৮.২/১০

নাটকের লিংক

Comments

Sort byBest