বিকাশ প্রতারকের কাছ থেকে আপনার অর্থ নিরাপত্তা রাখার কৌশল:-

sabus -

আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে তারা অনেক মানুষকে অভিনব কায়দায় তার কাছে থাকা সম্পত্তি হাতিয়ে নেয়। আর এটার জন্য আমরা নিজেরাই দায়ি কারণ নিজেদের মধ্যে লোভ লালসা থাকার কারণে আমরা আমাদের কাছে থাকা সম্পত্তি অন্যদের দিয়ে দেয় আর দেওয়ার পরেই বুঝতে পারি আমাদের ভুলটা।

source

আমরা যারা বাংলাদেশী রয়েছি আমাদের প্রত্যেকেরই বিকাশ নগদ অথবা রকেট রয়েছে। এটা আমাদের জীবনকে যতটা সহজ করে তুলেছে আবার ততটাই ঝুঁকিপূর্ণ রেয়েছে। আমরা অনেক সময় প্রতারণা শিকার হয়ে আমাদের বিকাশ নগদ অথবা রকেটের টাকা হারিয়ে ফেলি। অনেক সময় মানুষকে বিশ্বাস করে এটি করি আবার অনেক সময় নিজের মধ্যে লোভ লালসা থাকার কারণে প্রতারণা শিকার হয়ে থাকি।

source

আমাদের মধ্যে অনেকেই এরকম প্রতারণা শিকার হয়ে থাকে। এইতো কয়েকদিন আগে একজন প্রতারক আমাকে ফোন করে বলতেছে আমি বিকাশ থেকে বলছি আপনার বিকাশ একাউন্টটি লক হয়ে গেছে। আপনি আর কোন লেনদেন করতে পারবেন না। আমি তাকে বললাম তাহলে আমার করণীয় সে আমাকে বলে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা আমাকে বললে আপনার বিকাশটি পুনরায় ঠিক হবে।

যখন তিনি আমাকে এই কথা বলল তখনই আমি বুঝতে পেরেছি এটি একটি প্রতারক। যে আমাকে তার কথার জালে ফেলে আমার বিকাশের সকল অর্থ হাতিয়ে নিবে। আমি তাৎক্ষণিক ফোনটা কেটে দেই। আমার মতো অনেকেই ফোন দিয়ে কথার জালে জড়িয়ে তার ভেরিফিকেশন কোডটি নিয়ে তার অর্থ সব হাতিয়ে নেয়।

pexels

আমার একটা ভাই ঠিক এরকম প্রতারণা শিকার হয়েছে। আর শিকার হওয়ার পর আমার কাছে এসে বলতেছে আমাকে একজন ফোন করেছিল। আমার বিকাশ নাকি ব্লক হয়ে গেছে আর সেটা ঠিক করার জন্য আমার কাছ থেকে ভেরিফিকেশন কোড নিয়েছে। আমি তাকে বিশ্বাস করে দিয়েছি আর পরে দেখি আমার বিকাশে কোন টাকা নেই।

পরে আমি তাকে বললাম তোমাকে একজন প্রতারক ফোন করেছিল। তোমার মত অনেক মানুষকে এরকম প্রতারিত করে তার বিকাশের সকল টাকা হাতিয়ে নেয়। এখন তুমি এই টাকা আর ফেরত পাবে না। পরে তাকে আমি তার পিন পরিবর্তন করে দেই আর বলি ভবিষ্যতে কেউ ফোন করলে আর বিকাশের কথা বললে সঙ্গে সঙ্গে কেটে দিবে।

চলুন জেনে নেই প্রতারকের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখার কৌশল:-

সর্বপ্রথম ও সর্বোত্তম প্রতারণা প্রতিরোধের হাতিয়ার হচ্ছে সচেতনতা। আমরা যদি সচেতন থাকি তাহলে এরকম প্রতারণায় কেউ পরবো না আর এই জন্য প্রত্যেকের কিছু কথা সবসময় মনে রাখা উচিত তাহলেই আপনার টাকা নিরাপদ থাকবে।

✅ আমাদেরকে যে যাই বলুক না কেন কখনোই বিকাশের ভেরিফিকেশন ওটিপি অথবা পিন কাউকে বলবো না। অফিসার সেজে অনেকে ভয় লোভ দেখালে সঙ্গে সঙ্গে কল কেটে দিবো।

✅ আবার অনেক সময় এজেন্ট সেজে ভুলে টাকা এসেছে বললে বুঝে নিবেন এটি একটি প্রতারক। আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেক কিছু আপনাকে বলবে। এ সময় তার সাথে কথা না বলে ফোন কেটে দিতে হবে।

✅ আবার অনেক সময় দেখা যায় কেউ একজন
ফোন করে অনুদান বা ভাতা দেওয়ার কথা বলে এটিও একটি প্রতারকদের কাজ।তাই আপনাকে সতর্ক হতে হবে আর ফোন কেটে দিতে হবে।

প্রতারিত হয়ে গেলে করণীয়:-

✅আপনার যদি মনে হয় আপনি প্রতারণার শিকার হয়েছেন তাহলে সর্বপ্রথম বিকাশ হেল্পলাইনে কল করে অথবা গ্রাহক সেবার মাধ্যমে ব্যাপারটি বিকাশ কর্তৃপক্ষকে দ্রুত জানান। সেই সাথে আপনাকে কিভাবে প্রতারিত করেছে সে বিষয়ে একটি বিকাশ কৃতপক্ষে জানান।

✅ আপনার বিকাশ একাউন্টের পিনটি দ্রুত পরিবর্তন করে ফেলুন। পিন পরিবর্তনের সময় নতুন পিনটি কারো সাথে শেয়ার করবেননা। আর যদি আপনি এটি না পারেন অবশ্যই বিকাশ হেল্প লাইনে ফোন করে বলুন তারা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনার পিন পরিবর্তন করে দিবে।

✅ আপনাকে আরো বেশি সচেতন হতে হবে কেউ ফোন দিয়ে বিকাশের কথা বললেই আপনার ফোন কেটে দিয়ে বুঝতে হবে এটি আপনাকে প্রতারক ফোন করেছে।

বন্ধুরা আমরা সব সময় সতর্ক হয়ে থাকবো। যাতে আমরা কখনো প্রতারকদের শিকার না হয়। প্রতারণা সব সময় ফাঁদ পেতে থাকে আমার আপনার মত মানুষ জনকে তাদের ফাঁদে ফেলিয়ে আমাদের সকল অর্থ হাতিয়ে নেওয়ার জন্য।