আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে Super Walk নিয়ে কিছু কথা বলব। যারা সুপার ওয়াকের বেসিক মোড ব্যবহার করেন, মূলত আমি এটা নিয়েই কথা বলব।
আপনারা জানেন সুপার ওয়াক টিম আমার বাংলা ব্লগের সাথে একাত্মভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলস্বরূপ আমার বাংলা ব্লগের মেম্বাররা, অর্থাৎ আমরা সুপার ওয়াক অ্যাপসটি ব্যবহার করছি। আমি আগে থেকেই এ ধরনের অ্যাপসের সাথে পরিচিত। আমার বর্তমান যে ডিভাইস অর্থাৎ Tecno-তে এমন একটি ফুট স্টেপ ট্র্যাকিং অ্যাপ ছিল যা আমার ফুট স্টেপ ট্র্যাক করত। যদিও সেখানে কোন রিওয়ার্ডের ব্যবস্থা ছিল না। কিন্তু আমি জানতে পারতাম প্রতিদিন আমি কতটুকু হাটি। একারণে সুপার ওয়াক অ্যাপসের ঘোষণা দেওয়া মাত্রই আমি অ্যাপসটি ইন্সটল করে নেই।
কিন্তু আমি বেসিক মোড ব্যবহার করি বলে প্রতিদিন রাত বারোটার পর তা রিফ্রেশ হয়ে নতুন দিনের জন্য ইন্টারফেসটি ওপেন হয়। কিন্তু আমার হতাশার কারণ ছিল আগে যেই অ্যাপসটি ছিল, তা অনুযায়ী আমার প্রতিদিন গড়ে দশ হাজারের উপরে ফুট স্টেপ ছিল। কিন্তু সুপার ওয়াকে সেটা হচ্ছিল না। কারণ সুপার ওয়াক অ্যাপটি অন করে হাঁটা লাগতো। কিছুক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকলে তা অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু কিছুদিন আগে এই সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমি যদি সকালে অ্যাপটি নাও ওপেন করি, তাতেও অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে আমার ফুট স্টেপ কাউন্ট করে। কিন্তু প্রতিদিন রাত বারোটার আগে আমার রিএওয়ার্ডগুলো কালেক্ট করার কথা সব সময় মনে থাকে না। যেমন আজকেও আমি শেষের দিকের রিএওয়ার্ড মিস করেছি।
আজকে আমি আপনাদের সাথে কিভাবে বেসিক মুডে আপনারা আপনাদের এন্ট্রি সংখ্যা বাড়াতে পারেন সে বিষয়ে আলোচনা করব।
এরপর ইন্টার অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে গিয়েছি।
এখন রেজাল্টের অপেক্ষায় আছি। যদিও আগে অংশ নেওয়া কন্টেস্টগুলোতে একটিও আমি জিতিনি কিন্তু তবুও আশা নিয়ে বসে থাকি।
এবার নিশ্চয়ই হবে!
ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং বেশি বেশি হাটবেন ও সুপারওয়াকে অংশ নিয়ে দারুন দারুন উপহার সামগ্রি জিতুন।