Super Walk এ Entry সংখ্যা বাড়ানোর নিনজা টেকনিক

sabbirakib -

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে Super Walk নিয়ে কিছু কথা বলব। যারা সুপার ওয়াকের বেসিক মোড ব্যবহার করেন, মূলত আমি এটা নিয়েই কথা বলব।


আপনারা জানেন সুপার ওয়াক টিম আমার বাংলা ব্লগের সাথে একাত্মভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলস্বরূপ আমার বাংলা ব্লগের মেম্বাররা, অর্থাৎ আমরা সুপার ওয়াক অ্যাপসটি ব্যবহার করছি। আমি আগে থেকেই এ ধরনের অ্যাপসের সাথে পরিচিত। আমার বর্তমান যে ডিভাইস অর্থাৎ Tecno-তে এমন একটি ফুট স্টেপ ট্র‍্যাকিং অ্যাপ ছিল যা আমার ফুট স্টেপ ট্র্যাক করত। যদিও সেখানে কোন রিওয়ার্ডের ব্যবস্থা ছিল না। কিন্তু আমি জানতে পারতাম প্রতিদিন আমি কতটুকু হাটি। একারণে সুপার ওয়াক অ্যাপসের ঘোষণা দেওয়া মাত্রই আমি অ্যাপসটি ইন্সটল করে নেই।

কিন্তু আমি বেসিক মোড ব্যবহার করি বলে প্রতিদিন রাত বারোটার পর তা রিফ্রেশ হয়ে নতুন দিনের জন্য ইন্টারফেসটি ওপেন হয়। কিন্তু আমার হতাশার কারণ ছিল আগে যেই অ্যাপসটি ছিল, তা অনুযায়ী আমার প্রতিদিন গড়ে দশ হাজারের উপরে ফুট স্টেপ ছিল। কিন্তু সুপার ওয়াকে সেটা হচ্ছিল না। কারণ সুপার ওয়াক অ্যাপটি অন করে হাঁটা লাগতো। কিছুক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকলে তা অটোমেটিক বন্ধ হয়ে যেত। কিন্তু কিছুদিন আগে এই সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমি যদি সকালে অ্যাপটি নাও ওপেন করি, তাতেও অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে আমার ফুট স্টেপ কাউন্ট করে। কিন্তু প্রতিদিন রাত বারোটার আগে আমার রিএওয়ার্ডগুলো কালেক্ট করার কথা সব সময় মনে থাকে না। যেমন আজকেও আমি শেষের দিকের রিএওয়ার্ড মিস করেছি।

আজকে আমি আপনাদের সাথে কিভাবে বেসিক মুডে আপনারা আপনাদের এন্ট্রি সংখ্যা বাড়াতে পারেন সে বিষয়ে আলোচনা করব।




সুপার ওয়াক অ্যাপ-এ লগইন করে হোম পেইজের একদম নিচে গেলে চলমান কনটেস্টগুলো দেখা যায়। সেখানে আপনার পছন্দসই কনটেস্ট বেছে নিয়ে তাতে ক্লিক করুন। আমার একটি সুন্দর জুতা দরকার যার কারনে আমি এসপ্তাহে জুতার কনটেস্টটি বেছে নিয়েছি।


এরপর ইন্টার অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে গিয়েছি।




সেখানে একটি অপশন আসবে যে আপনি Winning Fairy বেছে নিবেন নাকি ধন্যবাদ দিয়ে চলে আসবেন। আমার মতে সকলেরই Winning Fairy বেছে নেওয়া উচিত। কারণ এটা একদমই ফ্রি কিন্তু আপনার এন্ট্রি সংখ্যা বাড়িয়ে দিতে পারে।



আপনি সেখানে ক্লিক করলে পরবর্তী যে অপশনটি আসবে সেখানে আপনাকে দেখাবে যদি আপনি নাম্বারগুলো মিলাতে পারেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন। যদি একটি নাম্বার মিলে তাহলে আপনি দ্বিগুন এন্ট্রি করতে পারবেন। আর যদি দুটি নাম্বারে মিলে যায় তাহলে আপনার এন্ট্রি সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ গুণ। অর্থাৎ ধরুন আপনি ২টি এন্ট্রি দিবেন তাহলে নাম্বার দুটো মিলে গেলে আপনার এন্ট্রি সংখ্যা হবে ৬০টি।



এরপর আপনি কতগুলো এন্ট্রি দিবেন তা জানতে চাইবে। প্রতি ১০০ কয়েনের জন্য একবার এন্ট্রি দেওয়া যায়। আমার ১৮০০ কয়েন ছিল তাই আমি পুরোটাই এন্ট্রি দিয়ে দিলাম অর্থাৎ আমার এন্ট্রি সংখ্যা হবে ১৮।



একটু আগে আমি যেই Winning Fairy কথা বললাম তার জন্য বুস্ট এন্ট্রি তে ক্লিক করতে হবে।



এরপর শূন্য থেকে নয় পর্যন্ত দশটি সংখ্যা আসবে। আপনি যেকোন দুটি সংখ্যা বেছে নেবেন। আপনার মন মত সংখ্যা দুটি বেছে নেবেন। তারপর চেক রেজাল্ট এ ক্লিক করলে ছোট্ট একটি বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটি শেষ হলে রেজাল্ট দিবে। অর্থাৎ কোন দুটি সংখ্যা লাকি সংখ্যা তা দেখাবে। সংখ্যা দুটি যদি আপনার সংখ্যার সাথে মিলে যায় তাহলে আপনার টোটাল এন্ট্রি সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০ গুন। অর্থাৎ যদি আমার দুটি লাকি সংখ্যা মিলে যেত তাহলে আমার এন্ট্রি হত ১৮ এর বদলে ৫৪০ টি।



কিন্তু আমি অতটা ভাগ্যবান না। যার কারণে আমার সাথে একটি সংখ্যাই মিলেছে। যার কারণে ১৮ এর বদলে আমার মোট এন্ট্রি সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৬।

এখন রেজাল্টের অপেক্ষায় আছি। যদিও আগে অংশ নেওয়া কন্টেস্টগুলোতে একটিও আমি জিতিনি কিন্তু তবুও আশা নিয়ে বসে থাকি।

এবার নিশ্চয়ই হবে!

ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং বেশি বেশি হাটবেন ও সুপারওয়াকে অংশ নিয়ে দারুন দারুন উপহার সামগ্রি জিতুন।



নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।