New to Nutbox?

পুশ কয়েনের বর্তমান মার্কেট পরিস্থিতি - ব্যক্তিগত পর্যবেক্ষণ

14 comments

sabbirakib
64
6 days agoSteemit3 min read

আসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আবার $PUSS কয়েন নিয়ে কিছু কথা বলব। মূলত পুশ কয়েন নিয়ে আমার ব্যক্তিগত এনালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করব।


KAGDASDASBD.png


পুশের সার্বিক সাফল্য এবং কয়েনকে আরো মূল্যবান করার জন্য #PUSSfi টিমের পক্ষ থেকে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল PUSS Burn কনটেস্ট। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পুষ বার্ন কন্টেস্টে অংশ নিয়েছে। এট আসলেই খুব ভালো এবং ইফেকটিভ উদ্যোগ।

এবার আমি মার্কেটের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে চাই। গত কয়েকদিন যাবৎ পুশের দাম $০.০০২৯ এ আটকে ছিল। কিন্তু আজ সেই অবস্থা থেকে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে এবং পুশের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, প্রায় ১০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২৯০০০ ডলার মূল্যের পুশ কয়েন ক্রয়-বিক্রয় হয়েছে। আশার কথা হচ্ছে, এরমধ্যে প্রায় ১৫ হাজার ডলার এর পুশ কয়েন কেনা হয়েছে, বিপরীতে ১৩০০০ ডলার মূল্যের পুশ কয়েন বিক্রি হয়েছে। ১৯ জন বায়ার ২৮৩ ধাপে পুশ কয়েন কিনেছে। বিপরীতে ১৩ জন সেলার ১৯৯ ধাপে পুশ কয়েন বিক্রি করেছে। সার্বিক মার্কেট বিবেচনায় পুশের বায়ার বেড়েছে যা আমাদের জন্য খুবই ভালো খবর। তাছাড়া ক্রিপ্টো মার্কেটে এখন ইনভেস্টমেন্টের হিড়িক লেগেছে এবং মিম কয়েনগুলোর প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে। খুব শীঘ্রই আমরা পুশ কয়েনের প্রতিও বড় বড় ইনভেস্টরদের আগ্রহ দেখতে পাবো।


Screenshot_20241112-223431_2.png

পুশের কমিউনিটিও দিন দিন বড় হচ্ছে। পুশের টুইটার হ্যান্ডেলে বর্তমানে ফলোয়ার আছে ৪ হাজার ৮০০ এর উপরে। অর্থাৎ খুব শীঘ্রই পুশ পাঁচ হাজার ফলোয়ারের মাইলেস্টোন স্পর্শ করবে। পুশের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ২৬ হাজার ৮০০+। অর্থাৎ খুব শীঘ্রই তা সাতাশ হাজার গিয়ে পৌঁছাবে। সর্বমোট ৩৮৮৪ একাউন্ট থেকে পুশ হোল্ড করা রয়েছে অর্থাৎ দিন দিন হোল্ডারের সংখ্যা বাড়ছে যা খুবই ভালো একটি খবর।

Screenshot_20241112-222139_1.png

আপনারা জানেন, গত ৩০ দিনের মধ্যে বেশ কয়েকজন আর্লি ইনভেস্টর তাদের হোল্ড করে রাখা বিশাল এমাউন্টের কয়েন বিক্রি করেছে। যাতে করে মার্কেট একটু ডাম্প করে। যেখান থেকে ধীরে ধীরে মার্কেট গ্রো হচ্ছে। এই বিষয়টা আমি এনালাইজ করতে গিয়ে বেশ অবাক হই। আপনাদের যাদের বিশ্বাস হয় না, ক্রিপ্টো মার্কেট আপনাকে কোটিপতি করতে পারে, তাদের জন্য পুশ কয়েন উদাহরণ তৈরি করেছে। পুশের একজন বায়ার মাত্র চার লক্ষ টাকায় যে পুশ কিনেছেন তিনি তা ৭০ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন। অন্য একজন বায়ার মাত্র ১১ হাজার টাকার পুশ কিনে তা জেনে ৩৮ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন। বেশ কয়েকজন বায়ার খুবই অল্প কিছু টাকার বিনিময় পুশ কিনে তা ১০ লক্ষ, ১২ লক্ষ, এমনকি ২০ লক্ষ টাকায় বিক্রি করে মার্কেট থেকে বেরিয়ে গেছেন। বিষয়টা আপনার কাছে অবাস্তব, অকল্পনীয় মনে হলেও এটাই সত্যি এবং বাস্তব। তাই আশাহত না হয়ে ধৈর্য ধরুন। আপনারও সময় আসবে।

ছবিগুলো পুশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে।
নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Comments

Sort byBest