বিড়ালটি একটু এগোয়, একটু জিরোয়, এগুনো তার বন্ধ নয়।
তাকে দেখে দেখে পাড়া জুড়ে নতুন শোরগোল তৈরি হয়।
পাড়ার বিড়াল, সবার বিড়াল, দেখতেও সে কম নয়!
সবার প্রিয় দাদা যে আছে, দাদার ঘরেই তার জন্ম হয়।
দাদা বলে, "যা কিছু আছে, সবই তোমাদের। আমার কিছুই নয়।"
এ বলেই, দাদা মোদের করেছে সবার মন জয়।
পাড়ায় পাড়ায় সে ঘুরে বেড়ায়, সে হেঁটে চলে ধীর-লয়।
তার জন্য পাগল পাড়াবাসী, তাদের যেন তেন আবেগ নয়।
কেউ এনেছে দুধের বাটি, করবে তার মন জয়।
কেউ এনেছে ভাজা মাছ, কোন কাঁটাকুটা নয়।
কেউ এনেছে মাংস ভুনা, তার যেন পছন্দ হয়।
কেউ করেনি গড়িমসি, হয়নি কোন নয়-ছয়।
পাড়াবাসীর ভালোবাসায়, নেই কোন অভিনয়।
বিড়াল বুঝি চলে যাবে? এমন কোন নেই ভয়।
"এটা ভালো, এটা সেরা", কোকিল ডেকে ডেকে কয়।
পাখি জানে কোনটা ভালো, আর ভালোকে ভালো বলতে হয়।
পুশ কিংবা PUSS নামে, রয়েছে তার পরিচয়।
তার খ্যাতি একদিন ছড়িয়ে যাবে, পুরো জগৎময়।
যাচ্ছি আমি, পুশ নয়। পুশ-কাব্যও সমাপ্ত নয়।
|