বিজয় দিবস উপলক্ষে কবিতা - স্বাধীন একটি দেশ পেয়েছি

sabbirakib -

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভাল আছেন আজ ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে নিজেদের স্বাধীনতা লাভ করে প্রতিবছরের মত এ বছরও দিবসটি যথাযথ মর্যাদার সাথে সারা বাংলাদেশে পালিত হচ্ছে দিবস টি উপলক্ষে আমি একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করব।





Image by David Bawm from Pixabay

স্বাধীন একটি দেশ পেয়েছি


নয় মাস যুদ্ধ করেছি,
৩০ লক্ষ মানুষ হারিয়েছি,
স্বাধীন একটি দেশ পেয়েছি,
নিজের মাতৃভাষা পেয়েছি।

রাজপথ রঞ্জিত হয়েছে,
হাজার মানুষ গুম হয়েছে,
লাখো মানুষ শহীদ হয়েছে,
পদ্মা-মেঘনায় রক্ত বয়েছে।

নতুন এক সূর্য উঠেছে,
দেশ মোদের মুক্ত হয়েছে,
দখলকারি পালিয়ে গেছে,
দেশদ্রোহীরা হারিয়ে গেছে।

দেশটি এখন মুক্ত,
কেউ রবে না অভুক্ত,
শপথ মোদের শক্ত,
দিয়েছি যে রক্ত।

সবুজ শ্যামল বাংলাদেশ,
পেয়েছি মোদের সোনার দেশ,
স্বপ্নের কোন নেইকো শেষ,
দেশ পেয়েছি, এইতো বেশ।


আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, যারা দেশের জন্য জীবন দিয়েছিল। তাদেরকে, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তাদেরকে, যারা নিজেরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা সারা জীবন আমাদের মধ্যে জেগে থাকুক।





নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।